Sunday 9 October 2016

সম্পূর্ণা

সম্পূর্ণা
এ ঘরে অলংকর্তা থাকে, অর্জুন নয় সে
অশ্লেষামণ্ডিত আকাশে।
বনলতা হারায়েছে অর্জুন—
সুমধ্যমা গৃহলতা আছে তাঁর।
যেন সুভদ্রাসম, সুদাম আসিল চক্রব্যুহ ভাঙ্গি,
‘হা অভিমুন্য কোথা গেলে তুমি এ প্রত্যুষে......’?
অস্ফুট উচচারণ ধ্বনিত হয়-----
পাহাড়ে-বাতাসে, সাগর সাগরে,
দূর দিগন্তে নিশী জাগা ভোরে......
‘আমি সুভদ্রাসম, প্রমদা নহি’।
এ ঘরে গৃহলতা আজও হাসে প্রষ্টব্য নয়নে,
ছায়াশীতল তিতিক্ষা তব।
পাথর পাহারে ছিল নূপুরের ছন্দ,
বাতায়ন খুলে দেখেছিলে দরবেশ আছে দাঁড়ায়ে।
কৃষ্ণচূড়ার প্লাবিত বন্যায়
তুমি ‘বনলতা’ হয়ে চলে গেছ প্রবাসে।
লাল রাস্তার বারান্দায় দেখ দেখ
এখনও চুপটি করে চাঁদ কেমন হাসে—
আজও হাসে চাঁদ কোজাগরী পূর্ণিমায়।
বনলতা হয়ে থেক তুমি লক্ষ্মীর আলপনায়।

এ ঘরে আজ সম্পূর্ণা আছে।              

No comments:

Post a Comment