Friday 25 March 2016

শুধু কাঠা দুই


‘‘শুধু বিঘে-দুই ছিল মোর ভুঁই, আর সবই গেছে ঋণে।/ বাবু বলিলেন, ‘বুঝেছ উপেন? এ জমি লইব কিনে’।’’ 
এই নিবন্ধের চরিত্র ‘উপেন’ নয়। এই উত্তর কলোনিয়াল দেশে রবিবাবুর ‘উপেনদে’র সময় আমরা পেরিয়ে এসেছিআধুনিক বহুতল বাড়ির বাস্তবতায়। কিন্তু সময় গড়িয়ে গেলেও এই যুগের ‘উপেন’রা থেকে যায়। তাঁদের কখনও দেখা যায়। আবার কখনও দেখা যায় না। সেদিন বেহালা গেছিলাম নেমত্রণ  খেতে। হাতে কোনও ‘বেহালা’ ছিল না। সুর আমার কোনওদিন আসে না। এতগুলি বছর ঞ্জাণ-অঞ্জাণে কাটিয়ে দিলাম। নিম্নত্রণ পেতে পারি এই বিশ্বাস প্রায় সতীর্থ বান্ধবজনকে বন্ধক রেখে বলতে পারি,  হারিয়ে ফেলেছি। ‘জিহ্বার’ অনুভূতি থাকলে কি হবে? আক্ষেপ, একদল মানুষ আজকাল ‘ফটোক’ তোলে। আমি ‘ছোট’ ‘ছোট’ খাবার বড় বড় হা করে খাই। ওরা ‘ফোটো’ তোলে। ‘ছবি’ তোলে। তারপর বড় বড় রং বে রঙের সাজানো ঘরে বসে দামি মদের গ্লাস হাতে হাসি মস্করা করে। ব্যং-বিদ্রুপ করে। বাম দিকের আকাশে অচেনা পাখিরা ডানা ঝাপটায়। বামদিকের আকাশটাতেই কেন জানি না ফ্যাকাসে মেঘেদের ইতিউতি আনাগোনা। এটাই হয়ত সভ্যতার অস্ফুট উচ্চারণ। সেটা আমি জানি। তাতে আমার কি এসে যায়? হুতোমেরই বা কি এসে যায়? ওদের ‘বণিক’ সভ্যতায়, সমাজ-সংস্কৃতিতে অঢেল সময়! বহুতল বাড়ির ‘একান্নবর্তী’ পরিবারের স্পর্শকাতর অনুভূতির স্বপ্ন দেখা আর ‘সাংস্কৃতিক দূষণ’ নিয়ে হা হুতাশ করা প্রায় একই নকশী কাঁথার এপিঠ ওপিঠ। গত কয়েক বছরের দুঃসাহসিক নীরবতা এবং একা হয়ে যাওয়ার অনুভূতি ‘নির্মম’ প্রাচুর্যে আমাদের চর্চিত ভাষার ক্লান্তি পথ রচনা করে হয়ত। আমার এসব থাকতে নেই। সেদিন সযত্ন আমন্ত্রণ মেনে সবান্ধব ফিরছিলাম। দেখ কাণ্ড ‘হুতোম’ তখন এসে হাজির। ‘নেতাজি’ স্টেশন থেকে মেট্রো রেল ধরে বাড়ি ফিরব। নসিরউদ্দিন মোল্লার মেজাজে ফিরছি। আত্মসম্মানের থেকে মানবজীবনে বড় আর কিছু কি আছে? হে আমার হারিয়ে যাওয়া পরম আত্মীয়রা আমার ভেতর জাগ্রত কর বেঁচে থাকার স্বসভ্রম তাগিদ। “খাঁচার ভেতর অচিন পাখি কেমনে আসে যায়?”
 ঠিক সেই সময় ‘আতেরবেলার’ পাখিটা এসে হাজির। মাথার উপর দিয়ে চলতে চলতে হুতোম বলল , ‘‘তুই সেদিন তোর লেখায় ‘চল পানসি মহাকরণ’ লিখলি কেন? ওটা হবে ‘চল পানসি বেলঘড়িয়া’। এক নামজাদা কবির কবিতার লাইন।” আমি বললাম ঠিক আছে ঠিক করে দেব। হুতোম আবার বলল, “কাল তোর ছোট বেলার বন্ধু কমল তোদের বাসা বাড়িতে যাবে।” আমি প্রশ্ন করার আগেই হুতোম ‘আঁধারবেলার’ সাথিদের কাছে ফিরে গেল।
‘ব্জ্র আঁটুনি ফস্কা গেরো’ জীবনে তেল আর তেতোর ফারাক বোঝার সময় চলে গেছে। পরের দিন কমল এলো না। আধুনিক গণতন্ত্রের ধারাপাতের ‘অ-আ-ক-খ’ পড়ছি চল্লিশ চল্লিশ বছর। ‘ঠাকুরমার ঝুলি’ তারও অনেক আগে। অবিশ্রান্ত বাক চাতুরির ভাষা একবার রপ্ত হয়ে গেলে ‘লাঙ্গল যার জমি তাঁর’ শ্লোগান আর খায় না। ‘তেভাগা’, বর্গ হিসাব করে করে বর্গাদারি আন্দোলন ‘জমি জিরেতের’ আন্দোলন শেষে ‘শিল্প শপথের’ সিঙ্গুর পেলাম। আধুনিক বাংলার নতুন কথা বলার ‘বার ভুঁইয়ার’ একুশ শতাব্দীর নতুন অধ্যায়। ধুতি তুলে কোনও এক ‘ভুঁইয়া’ আল ধরে ছুটলেও এটাই এই বাংলা মায়ের বাস্তবতা।
২০০৬-২০০৭ সালের ‘সাংবাদিক’ দায় বদ্ধতার পুরনো নোটবুকগুলো ঘেটে দেখছি সেদিন। ‘নেই কাজতো খই ভাজ।’ কমল এসে হাজির। বেল বাজাতেই অচেনা লোকের সঙ্গে যেমনটা ব্যবহার করি, তেমনটাই করলাম। ও বলল, “গেট খোল আমি কমল।’’ কমলকে চিনতে পারছিলাম না। সধারণ লুঙ্গি আর হাফ হাতা খদ্দরের ফতুয়া। আমি এই নিয়ে প্রশ্ন করিনি। কমলকে প্রায় ১৬ বছর আগে দেখেছিলাম মধ্য কলকাতার কলেজ পাড়ায়। দাড়িগোঁফ সব সময় পরিষ্কার। ক্লিন সেভন। পায়ে প্লাস্টিকের চটি। কমল আমার ১৯৭৫ সালের উচ্চমাধ্যমিকের ব্যাচমেট। ১৯৬৪-৬৫তে প্রাথমিক স্কুলে আমরা সহপাঠী।  
কমল ভেতরে এলো। আমি বসতে বললাম। কমল বলল, “তোর রান্না ঘরটা কোথায়?’’
আমি বললাম কেনো?
“হাতটা ধুয়ে দু কাপ চা করব।”
আমি বললাম, তুই বোস আমি করছি।
ছোট বেলার, কিশোর বেলার বিভিন্ন কথা হল। কমল বেশিক্ষণ বসতে চাইল না। শুধু একটা জমির গল্প বলে চলে গেল। কমলরা এগারো ভাই বোন। ও সবার ছোট। কমল বলছে, “জানিস আমার, সেজদা আর সোনাদার নামে বাবা যে দু’কাঠা জমি দিয়ে গেছিল সেই জমি অন্যায়ভাবে সোনাদার কাছ থেকে আমার সেজদা কিনে নিল।”
আমি বললাম, অন্যায়ভাবে কেন?
সোনাদার আর্থিক অবস্থা ভালো ছিল না। তুই জানিস। তারপর কর্কট রোগে ধরল। ১৯৯৫ সাল। আমি তখন দেশে মানে গ্রামে নেই। সোনাদার চিকিৎসার জন্য টাকা দরকার। সোনাদা কি করবে? সেজদাকে বলল দু’তিন হাজার টাকা দিতে। সেজদার সটান প্রস্তাব, তোর ভাগের অংশটা আমাকে লিখে দে। আমি তোকে দু হাজার টাকা দিচ্ছি। সরল, সহজ মানুষ সোনাদার  তখন টাকার দরকার। নিজের অংশের বাজার দরটাও জানে না। বাধ্য হয়ে নিজের অংশটা লিখে দিল। তখন ওই জমির বাজার দর ছিল ৫০ হাজার টাকা।’’
জানতে চাইলাম, তুই ফিরে এসে কিছু বললি না?
“কি বলব বল? ফিরে এসে শুনলাম সোনাদা বিনা চিকিৎসায় মারা গেছে। কবিদের ভাষায় কালো কাকেদের চাপে সাদা কবুতরদের সঙ্গে আকাশ পাখিদের বাসায় ফিরে গেছে।’’
এই গল্প শোনার পর প্রখর গ্রীস্মের দুপুরে পাঠক চলুন ফিরে যাই আর একবার সিঙ্গুর আন্দোলনে। ২০০৬ ‘ফুড ফার্স্ট ইনফরমেশন অ্যান্ড নেট ওয়ার্ক’ তথা ‘ফিয়ান’ এর সাধারণ সম্পাদক বিপ্লব হালিম একটি সাক্ষাৎকারে আমাকে বলেন, “জল, জমি, জঙ্গল সরকার বা শিল্পপতিদের হাতে। সিঙ্গুরে জমি অধিগ্রহণ ঠিক না ভুল সেটা মহামান্য আদালতের বিচার্য বিষয়। কিন্তু সিঙ্গুরকে কেন্দ্র করে মানুষকে খাদ্যের অধিকার থেকে বঞ্চিত করা হচ্ছে। আমরা হুগলীর জেলা শাসক বিনোদ কুমারকে চিঠি দিয়ে ২১ দফা প্রশ্ন করেছি। জমি অধিগ্রহণের তথ্য সংক্রান্ত আইনে। হাইকোর্টে আবেদন করা হয়েছে ‘সিঙ্গুর’ সংক্রান্ত তথ্য ‘ফিয়ান’ কে জানানো হোক। কৃষকরা কি ক্ষতিপূরণ পাবেন সেটাই জানার বিষয়।”
ওই মামলায় হাই কোর্টের বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় সিঙ্গুরের জমি এবং চাষিদের যেসব তথ্য রয়েছে সেগুলি কোর্ট এবং ফিয়ান-কে জানাতে হবে বলে রায় দেয়এবং বিচারপতি চট্টোপাধ্যায় রায়ে এটাও উল্লেখ করেন, যে সমস্ত তথ্য জানাতে পারবেন না তার কারণ জানাতে হবে। কেন তাঁরা জানাতে পারছেন না। এটা তথ্য জানার অধিকার আইনের ৮ নম্বর ধারা অনুযায়ী দাবি করা যায়। ১৮৯৪ সালের জমি অধিগ্রহণ আইন মোতাবেক সরকার বিঞ্জপ্তি দিয়েছিল। এবং সিঙ্গুরের চাষিরা ওই একই আইনে আপত্তি জানিয়েছিল। ফিয়ান এবং সিঙ্গুরের আরও কয়েকজন জমির মালিকের রিট আবেদনের ভিত্তিতে কলকাতা হাইকোর্টের বিচারপতি প্রণব কুমার চট্টোপাধ্যায় তৎকালীন রাজ্য তথ্য কমিশনার অরুণ ভট্টাচার্যের উপর একটি অন্তর্বর্তী আদেশ জারি করে বলেন, ১১ জুলাই, ২০০৬ এ হুগলীর জেলা শাসকের কাছে মামলাকারীরা আবেদন পত্রে যে ২১ দফা তথ্যের দাবি করেছিলেন তা দু সপ্তাহের মধ্যে মামলাকারীদের জানাতে হবে লিখিতভাবে। এবং যে তথ্য জানাতে পারবেন না তার কারণও জানাতে হবে তথ্যের অধিকার আইন অনুযায়ী। উল্লেখ করা যায় মামলাকারীরা রিট আবেদনে অভিযোগ করেন যে, নিম্নলিখিত তথ্য না জানালে আপত্তি জানার প্রক্রিয়াটা প্রহসনে পরিণত হবে। ১০৩৫ জন জমির মালিক আপত্তি জানিয়েছে। আবেদনে বলা হয়েছিল, ৪০০০ জনের সরাসরি জমি চলে যাবে। ২৫০০০ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে ক্ষতিগ্রস্ত হবে। এছাড়া ২০০০ জন কৃষি শ্রমিক, ৩০০ ক্ষুদ্র ব্যবসায়ী, ৫০টি পাওয়ার টিলার, ১০০০ জন পরিযায়ী শ্রমিক এঁরা সকলেই ক্ষতিগ্রস্ত। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয় মামলা সম্পর্কে প্রাথমিকভাবে আপত্তি আছে। দু’টি বিষয় একসঙ্গে রাখার জন্য আপত্তি। (১) জমি অধিগ্রহণ (২) তথ্য জানার অধিকার।
সে বছর দুর্গাপুজোর পরে শুনানি হওয়ার কথা ছিল। পরে কি হয়েছে আমার জানা নেই।
এই সিঙ্গুর কে কেন্দ্র করেই  ডাঃ বিধান চন্দ্র রায়ের বাংলায় ‘জমি আন্দোলন’ এর এক নতুন অধ্যায় লেখা হয়েছে। যার প্রভাব আমাদের দেশে আজও। ‘জমি অধিগ্রহণ’ কে কেন্দ্র করে বিতর্ক এখনও অব্যাহত। কেন্দ্রীয় সরকারের ‘জমি অধিগ্রহণ’ বিল হাত পা ছড়িয়ে সরকারী খরচায় ঠাণ্ডা ঘরে। ২০১১ সালে যেহেতু ৩৪ বছর পরে রাজ্যে এক নতুন দিশা আনতে চেয়েছিল এই বাংলার ‘বিদ্যাজীবী’, বুদ্ধিজীবী এবং সাধারণ মানুষ। বামপন্থীদের একটা অংশ। আমার মনে আছে তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যও বলেছিলেন, “আমাদের মানুষের দাবি মেনে নিতে হবে। প্রয়োজনে ‘বিরোধী বেঞ্চে’ বসতে হবে।’’ এটাই ছিল সেদিনের ‘দূরদৃষ্টি’ বা গঠনমূলক উপলব্ধি। ২০১১ সালের ‘পরিবর্তন’ শব্দটাকে যদি আমরা আরও কিছুটা গভীর থেকে দেখি তাহলে এই লাইনটা অবশ্যই আসবে ‘বদলা নয় বদল চাই’। এই দু’টি শ্লোগান বর্তমান রাজ্য সরকারী দলের ছিল। দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২০১৪ সালে এলেন সিংহ গর্জনে, ‘অচ্ছে দিন আনেওয়ালা হৈ’। আমেরিকার ছিল ‘মেক আমেরিকা গ্রেট আগেন’। তাহলে কেন নয় ‘মেক বাংলা’ তথা ‘মেক ইন্ডিয়া’ আগেন’?
গণতন্ত্রে প্রতিযোগিতা হবে। কিন্তু কথা বলার স্বাধীনতা কেন কেড়ে নেওয়া হবে? গণতান্ত্রিক দেশে সব স্বীকৃত রাজনৈতিক দলের প্রতিদ্বন্দ্বিতা করার অধিকার আছে। নিরপেক্ষ, সংবেদনশীল, গঠনমূলক আলোচক, লেখক, শিল্পী, সাংবাদিকদের একঘরে করে রেখে কতদিন রাজ্য শাসন করা যায়? ভেসে থাকা কালো মেঘ কাল বৈশাখীর ঝড়ে উড়ে যেতে বাধ্য। প্রখর খরায় গাছে গাছে নব পল্লব, নব পত্রের ‘কিশলয়’ আহবান আমাদের মেনে নিতে হয়। মেনে নিতে হবে। যৌবনের কোনও রঙ হয় না। শিল্পীর তুলিতে আঁকা বন্ধ  কলকারখানার  শ্রমিকের যন্ত্রণা, ‘সিঙ্গুর-নন্দীগ্রাম’ এর দীর্ঘশ্বাস ভুলে ‘নতুন বাংলা’ গড়ে তোলার শপথ হোক আগামীর ‘আগুন্তক’ এর মাঙ্গলিক ঘট।

প্রেসিডেন্ট বারাক ওবামা ৮৮ বছরের বরফ শীতল সম্পর্কের ‘শীত ঘুম’ ভুলে ‘কিউবা’ যেতে পারেন। বৈঠক করতে পারেন সে দেশের প্রেসিডেন্ট কমরেড রাউল কাস্ত্রোর সঙ্গে। যৌথ আহবান করেন। বিশ্বে শান্তি আনার জন্য পরস্পরের সঙ্গে সহযোগিতা কূটনীতির উচ্চমারগে নিয়ে যাওয়া হবে। তাহলে এই বাংলায় যে কোনও দলের অশুভ শক্তির সঙ্গে লড়তে ‘মানুষের জোট’ হলে ‘গেল গেল’ রব তোলার কি আছে?                                                            

Monday 21 March 2016

Friendly Fight: Politics is a Possible Industry

This story is not Fight ‘Koni’ Fight,  story. Story title should be suitable Fight friendly fight, Comrade. And say, ‘Vandemataram’-Lal Selam together. Yes, go and come back into West Bengal on the assembly election 2016 stage for Indian post modern possible Industry ‘Patha Natika’ for the people, by the people, of  the people.  There Trinamul chair person and out-going chief minister of our state Mamata Bandyopadhyee also believed above slogan. She has been several- time recited for the Bengal people.
My dear reader- you can think about me that, I am doing this work, like officious by some- one neglected fellow. No, not -at all. I am confidently trying to frame that the Bengal assembly -election 2016 have been successfully open up by few nos. of eulogist. They were thumbs up to remove the box of negative nexus cards through one bridge which is ‘Manusher Jot’ (People alliance).  The incident which I would like to referring that Indian people have got UPA-1 on 2004 with common minimum program (CMP), Alliance manifesto, joint campaign committee etc, under the leadership of the Congress. Instead of above agenda Bengal people have raised the issues that they are against corruption, against black money. After long  time suffering Bengal have revealed the issues of ‘corruption’ and’ black money’ with some constructive leadership of the Congress and the Left Front.
Now, presently people of our state come to know through the media that the ‘People Jot’ have been formed by central leadership of Congress high command and CPM central committee. This is not UPA of West Bengal. But we may call that this is a ‘BPA’ (Bengal People Alliance). I think dynamic and constructive style of Bengal People Alliance will be able to draw people towards polling station.
Hence, one positive and dynamic step have been taken by the CPM central committee leadership. They were submitted their  complain with the Chief Election Commission office at Delhi.
Above news matter  have  been published by CPM General Secretary comrade Sitaram Yechuri on March 18, 2016 with his ‘Facebook’ and ‘Twitter’ wall. Please follow the letter.
‘’A two member delegation of the CPI(M) consisting of General Secretary Sitaram Yechury and Central Secretariat Member Nilotpal Basu met the Chief Election Commissioner today to draw attention of the Commission to some serious concerns with regard to the forthcoming elections to the West Bengal legislative assembly.
The full text of the memorandum submitted to the Commission is being released herewith.

-----------------------------------------------------------------------------------------
Dear Sir,
We would like to inform you, as we have been given to understand, that out of the 200 odd Ponzi companies in which only 44 are being investigated by the CBI and the rest by the state police. We have been given to further understand that under the threat of investigation, some of these smaller companies are being forced to cough up money which are finding their way to finance the ruling party’s election funding (Annexure-I). We believe that the EC’s initiative to follow up the details of these companies from police records and their financial transactions could prove to be a major element in plugging this monetary flow.
In fact, during your stay in Kolkata itself, you have been briefed by the opposition parties about a video which resulted from a sting operation carried out for two years. The video is explosive and quite tellingly brings out the brazenness of the top brass of the ruling party, many of whom are MPs, MLAs, Ministers and the Mayor of Kolkata. In fact, the Lok Sabha and its Speaker has taken cognizance and referred the matter to the Parliament’s Ethics Committee for investigation. We believe that you have been also urged to take up this issue because some portions of this video exposure directly concern the EC’s jurisdiction where Burdwan district SP collected money on behalf of Mukul Roy, MP (RS) and the TMC leader. May we remind that this same officer was transferred by the EC for his tainted record during 2014 Lok Sabha elections and the CM had launched an ugly confrontation against the EC to stop that.
We believe that the video precisely vindicates the concerns that we had expressed before you.
We are also constrained to draw your attention to certain serious issues of concern which will affect the process of elections to the West Bengal assembly.
Unfortunately, notwithstanding your efforts, complaints keep pouring in from our Party units and the Left Front in West Bengal which underline the continuing serious situation in a number of assembly constituencies.
Despite your best efforts, a major concern is emerging on the implementation of the very specific direction that the EC has given over non-deployment of civic volunteers for election work and blanket ban on staging any motor bike procession (Annexure II & III). There are reports available with us, as well as, that in the media about violation on these two counts. In fact, what is most disturbing that in many cases, officer in-charges of police stations are deploying civic volunteers for the general overseen of stay and other arrangements for the Central security forces and even assisting in route marches for area domination. It is well known that civic volunteers are essentially recruited on a contractual basis and in the present circumstances largely constituted by TMC activists. The implication is obvious. Similarly, procession of motor bike is the most widely used method to terrorise the population. Therefore, on these two counts, a closer monitoring of the implementation of the guideline is solicited.
We are forwarding some of the most serious issues. One of these is the situation prevailing in the Keshpur assembly constituency of West Midnapur district. Incidentally, this is an area which has earlier witnessed intense Maoist activity and widespread public perception linked them to the present ruling party. There have not only been attacks but also storing of huge amounts of firearms. The complaint also gives out a detailed list of individuals who are in the possession of these arms (Annexure IV & V).
We had earlier drawn your notice to the serious situation prevailing in the tri-junction of Birbhum, Murshidabad and Bardwan districts. The major source of concern is the activity of Birbhum district president of the TMC, Anubrata Mondal. He is notorious for making outrageous statements completely violating the model of code of conduct in the manner of provocation and incitement to violence. We are appending herewith a complaint from the CPI(M) West Bengal State Committee to his latest statement which underlines this threat. Therefore, he needs to be brought under special watch and acted upon for his remark (Annexure VI).
There are also complaints that some clubs (as we had expressed apprehensions earlier) are getting involved to act in favour of the ruling party (Annexure VII). Apart from this, there are instances of dereliction of duty by the police, which might be willful as well, in order to benefit the TMC and harass common voters and create an atmosphere of terror (Annexure VIII).
Apart from this, there are issues which need to be brought to your notice. The first issue pertains to the attack on Shri Tapas Sinha proposed Left Front candidate in 217 Ramnagar AC in Purba Medinipur district. We are hereby forwarding the letter of the CPI(M) West Bengal State committee (Annexure IX). The letter is self-explanatory and substantiates the extent of terror and attempts by the ruling TMC to undermine the process of free and fair elections. We would like to further point out that the main accused has not been arrested; on the contrary, he is sighted on a regular basis in the BDO office.
We are also forwarding the letter written to you by the CPI(M) West Bengal State Committee on 12th March, 2016 regarding rape, molestation and attempt to murder by criminals of TMC in 132 Sagar AC in South 24 Parganas district (Annexure X). The letter is again self-explanatory.
We are forwarding a letter written to you by the CPI(M) West Bengal State Committee regarding the gross violation of the model code of conduct by the government of West Bengal through publication of the recruitment procedure in Madrasas (Annexure XI). Again the letter is self-explanatory with the appended Gazette Notification.
We are forwarding a letter written to you by the Left Front Committee of West Bengal (Annexure XII). This is a very serious issue on the confidentiality of the presiding officer’s diary. The letter explains in the light of earlier elections to incorporate the strict instruction to maintain the confidentiality of the presiding officer’s diary and the procedure to be followed thereon to insulate the process from undue interference by the state government officials.
We are also forwarding a number of complaints about the situation in West Midnapur, East Midnapur, Nadia districts. The complaints are self-explanatory (Annexure XIII).
We are also forwarding complaints on misuse of EPIC. The complaint is self-explanatory (Annexure XIV).
We are flagging the need to closely monitor the transfer/posting of officers upto the level of inspector/sub-inspector/Assistant sub-inspector of the state police under different police stations. We are given to understand that even now a large number of discrepancies remain in the transfer/posting of higher rank officers in both the civil and police administration contrary to instructions issued by the Election Commission. Further, the inter-district transfers of Inspectors/SIs/ASIs have not been carried out. We believe that the Commission will appreciate the fact that these category of officials are those who control the basic policing work at the police station level. Therefore, their transfers in the line of what was done in the case of Bihar assembly elections is absolutely imperative. We are hereby appending a copy of the same Bihar order for your ready reference and further action (Annexure XV).
We are hereby seeking your decision on our earlier plea regarding the transfer/posting of certain high ranking officials viz. Smt. Bharati Ghosh (who was posted as OSD, LWE having jurisdiction over three districts of West Medinipur, Bankura and Purulia) and Smt. Nandini Chakraborty (who was transferred out from her position as Commissioner, Presidency range).
In the light of the direct challenge launched by the CM West Bengal herself to undermine the authority of the Election Commission as brought out before the Commission earlier, these issues that we have now pointed out need to be urgently acted upon.
With regards
Yours sincerely
Sd/- ‘’
There not possible to run Industrial culture without any Industrial economic in the absent of Industrial fund in our state. The CPM several time failed their chartered examination in the Bengal about Industry. During the period of the regimentation by CPM state committee.  As such a fifty years old left party from India. It was not problems total members of the state committee. Some peculiar comrades and other nexus experts were believed that this ‘Path’ can be able to bring social democracy in the Bengal. Whereas, on the other hand some matured, educated comrades have realised that due to increasing ‘black money’ in the state economic, this un wanted force can destroy the state socioeconomic health. And they realised that people are facing their problems with their innocent decisions about ‘Panzi scheme’.
Under the circumstances I have no authentic certificate about ‘Narada’ string operation. We people with the complete depends on and waiting for the legal verdicts, which is shaking the confidence of a society at a psychological level, that chapter is now sub-Judicial issues. Indeed, it’s almost tempting to interpret this as seat sharing understanding between left front and Congress. The leading daily English news paper from Kolkata have published one story with headlines that ‘CPM backs out of 32 seats for Cong’, and first paragraph was there, ‘’The CPM has offered to withdraw it candidates from the 32 seats the congress held in the out assembly looking to reduce the possibility of a split in anti-Trinamul votes.’’
But context has been over ruled by Pradesh Congress leading members. This complaint raised by some Left Front leaders. However,  resolution have been founded that present Pradesh Congress committee and also AICC team not like 2011 election policy making team. Which team were supposed to less dignity surrender team.  Present situation continuing the facts that 22 seat will be common seat to fight each other between Left Front and Congress together. In a ‘Facebook’  post CPM state secretary comrade Suryakanta Mishra wrote, ‘’ I had taken the initiative to lay the basis for Congress-Left Front unity and seat adjustment.... and it is heartening that the ‘Jot’ has materialised. It is also gratifying that some of our leaders who opposed the concept and had reservations have also agreed to contest the election with the support of the Left Front.’’

Now, demands of the Bengal People Alliance (BMP) that former chief minister and most glamorous speaker of the CPM Budhadeb Bhattacharjee would be consider his reservation to attend BPA (JOT) mass meeting at Hazra Park in favour of the Congress candidate Deepa Das Munshi of the Bhowanipur seat against Trinamul chairperson and out going chief minister Mamata Banarjee. I think facts should be materialized, because former Pradesh Congress president Priya Ranjan Das Munshi, who attend the all party meeting at writers Building, Kolkata on 17th June, 2008. Meeting was called up by former CM Budhadeb Bhattacharjee. I have wrote one post editorial (3500 words) with one low budget daily bangla news paper on 30th April, 2009 issue. I would like to put some line in my blog.
''পাহাড় তথা 'গোরখালযানড' নিয়ে ১৭ জুন মহাকরণে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদলীয় বৈঠক। এই বৈঠকে নিরবাচন ক্মিশ্ন স্বীকৃত জাতীয় আঞ্চলিক দল এবং বিধানসভায় প্রতিনিধিত্বকারী মোট ১৬টি দলকে আমন্ত্রণ জানানো হয়েছিল। বাম্ফ্রন্টের সব দল, কংগ্রেস এবং বিজেপি সহ মোট ১২টি দল সেদিন মহাকরণে উপস্থিত ছিল। এবং বৈঠক শেষে মহাকরণে দোতলার রোটানডা থেকে মুখ্যমন্ত্রী বুদধদেব ভট্টাচার্য এবং তৎকালীন প্রদেশ কংগ্রেস সভাপতি তথা প্রাক্তন কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রিয়রঞ্জন দাশ্মুন্সি সহাস্যমুখে ধীরপায়ে হেঁটে এলেন। বৈদযুতিন মাধযমে এবং খব্রের কাগজের চিত্র সাংবাদিকদের সব রক্ম সাহায্য করেই দোতলার করিডর দিয়ে পায়ে পায়ে 'পোডিয়ামের' কাছে বুদ্ধবাবু এবং প্রিয়বাবু দুই মেরুর দুই কান্ডারী এসে দাঁড়ালেন। বাংলার ইতিহাসে, রাজ্যের ইতিহাসে এ এক ঐতিহাসিক মুহূর্ত।''     

Monday 7 March 2016

জন্তার আদালত থেকে বলছি


ইন্ট্রোঃ ১) (ক্লপিত সংলাপ )- আমি সুভাষ নই। আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি। দ্বিতীয় দফায় বাংলার মানুষ আমাকে নিরবাচিত করেছেন। মা মাটি মানুষকে সম্মান জানিয়ে বলছি, রাজ্যের উন্নয়নই আমার এক্মাত্র কাজ।
ইন্ট্রোঃ ২) আমি প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভটাচারয বলছি,  ''১৫ জুলাই, ২০০৭ সালে আমি ব্লেছিলাম, ''এগিয়ে যাওয়ার পথে অনেক বাঁধা বিপ্ততি থাকে। তবু এগোতে হয়। যারা দাঁড়িয়ে থাকে তাঁরা শেষ হয়ে যায়। আমরা এগোতে চাই। এগোতেই হবে। আর তাই আমরা চাই কৃষির আরও উন্নতি হোক। পাশাপাশি চাই যে জেলায় যেমন সম্ভব শিল্প হোক। না হলে আগামী প্রজন্ম আমাদের ক্ষমা করবে না।''

সবিন্য নিবেদন
২০১৬ সালের বিধান্সভা ভোটের ঘণ্টা বেজে গেছে। ছয় দফা যুক্ত হাফ দফা মানে প্রায় সাত দফায় ভোট হবে। এপ্রিল ৪ থেকে মে ৫, ২০১৬, এক্মাস ধরে চল্বে ভোট। ২০১১ সালের থেকে এবারের নিরবাচন স্মপূরণ ভিন্ন স্তরের। ভিন্ন মাত্রার। ৩৪ বছরের একটি অচল্যাত্ন ভেঙ্গে নতুন 'নবান্নের' পাত্র নিয়ে একাধিক দল এক ছাতার তলায় এসে হাজির হয়েছিল। কংগ্রেস এবং তূণ্মূল কংগ্রেস জোট করে সরকার গঠন করলেও কংগ্রেস শেষ পর্যন্ত মাত্র কয়েক মাস সরকারে  থাকে। পরব্রতী চার বছর এবং কয়েক মাস তূণ্মূল কংগ্রেস এক্কভাবে সরকার চালাচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে। বিভিন্ন সীমাবদ্ধতা নিয়ে এই সরকার কতটা কাজ করেছে তার চাপানউতোর শুরু হয়ে গেছে। নিন্দুকেরাও বলছে এই সরকার প্রাথিমিক শিক্ষা এবং প্রাথমিক সবাস্থ ক্ষেতরে কিছু কাজ করার আন্তরিক চেষ্টা করেছে। রাজ্য সরকার দাবি করছে, গত পাঁচ বছ্রে রাজ্য সরকার ৫৮৫১ টি নতুন স্কুল অনুমোদন এবং স্কুল বাড়ি তৈরি করেছে। শিক্ষার ক্ষেতরে রাজ্য সরকারের 'কণযাশ্রী' প্রকল্প উল্লেখের দাবি রাখে। স্ম্রপ্তি পশ্চিমবঙ্গের মহিলা, শিশু ও সমাজ ক্লযাণ দফত্রের সচিব, রোশ্নী সেন শিলিগুড়িতে ১১ এবং ১২ ফেব্রুয়ারি মারকিন কনস্যুলেট ও সবচ্ছাসেবী সংস্থা শক্তি বাহিনীর যৌথভাবে আয়োজিত একটি আলোচনা চক্রে দাবি করেন, রাজ্যের 'কনযাশ্রী' প্রকল্প মেয়েদের পড়াশোনার খেত্রে আকৃষ্ট করতে অনেক্টা সাহায্য করেছে। এছাড়া নারী পাচারও সাফ্লযের সঙ্গে কমাতে পেরেছে।

'ফার্স্ট জেনারেশন লারনার'
আমাদের রাজ্যে শিক্ষা নিয়ে যতই হইচই করিনা কেন, আসলে ছবিটা হচছে প্রতি বছর ১৭ লক্ষ ছেলে মেয়ে স্কুলে ভ্রতি হয় এই রাজ্যে। প্রতি বছর মাধযমিক পরীক্ষায় বসে আনুমানিক ১০ লক্ষ ছাত্র-ছাত্রী। যাদের বলা হয় 'ফার্স্ট জেনারেশ্ন লারনার'। যাদের অধিকাংশ আসে গরিব, দলিত, আদিবাসী, মুস্লিম প্রিবার থেকে। আর এই সব সম্প্রদায় থেকে যারা আসে তাঁরা সব মেয়ে।
ভারতে ৩২ লক্ষ নিরবাচিত প্রতিনিধি কাজ করে বিভিন্ন সরকারি ছাপ দেওয়া প্রতিনিধি সচিবাল্যে। যাদের অরধেক মহিলা প্রতিনিধি। দলিত-আদিবাসীরাও  এই সুযোগকে কাজে লাগিয়ে তথাকথিত বাবুদের পাশের চেয়ারে বসছে।  আমাদের রাজ্য এই ক্ষেতরে কতটা সাফ্লয দাবি করতে পারে?  

 রাজ্য সরকার গত পাঁচ বছ্রে কি কাজ করেছে? মুখম্নত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নভেম্বর, ২০১৫ সালে বলেন, ''জাতীয় স্তরে বৃদ্ধির হার যেখানে ৭%, সেখানে আমাদের ১০.৪৮%। একইভাবে শিল্প ও কৃষিক্ষেতরে আমরা এগিয়ে। শিল্পে জাতীয় বৃদ্ধির হার ৮%, এ রাজ্যে ১০% আর কৃষিতে জাতীয় বৃদ্ধির হার ১%, আমাদের ৬%।
আইএসআইয়ের অরথনীতীর শিক্ষক অভিরুপ সরকার বলেছেন, ''রাজ্যের তুলনায় জাতীয় হার কখনও বেশি, কখনও কম। এটা হতেই পারে। যেমন ২০১১ পর্যন্ত পশ্চিম্বঙ্গে মাথাপিছু বৃদ্ধির হার জাতীয় হারের নীচে ছিল। ২০১২-২০১৩ সালের পরে তা বেড়েছে। আবার মাথাপিছু আয়ের ক্ষেতরে এখনও এ রাজ্যের হার জাতীয় গড়ের চেয়ে কম। তবে প্রায় ছুঁয়ে ফেলেছে।'' তিনি আরও বলেন, এই আম্লে রাজ্যে কৃষিক্ষেতরে যথেষ্ট বৃদ্ধি ঘটেছে। বৃদ্ধি ঘটেছে খুদ্র ও মাঝারি শিল্পক্ষেতরে। যদিও ভারী শিল্পে তেম্ন আশানুরুপ বৃদ্ধি ঘটেনি।''
১০০ দিনের কাজে রাজ্য সরকার এক ন্মব্রে থাকার দাবি করলেও বিরোধীরা মানতে রাজি নয়। সিপিএম দাবি করছে রাকজয সরকার গত দু বছ্রে গ্রামাঞ্চলে ক্রমদিবস সৃষ্টি করতে ব্যর্থ। যদিও আমরা জানি ২০১৩ সালে ইউপিএ সরকার খাদয নিরাপ্ততা প্রকল্প চালু করলেও এন্ডিএ সরকার এই ধ্রণের সামাজিক ক্ষেতরে ব্রাদ্দ ক্মিয়ে দিয়েছিল। ২০১৬-২০১৭ সালের বাজেটে এমজিএন্রেগা প্রকল্পে অর্থমন্ত্রী অরুণ জেটলী ৩৮, ৫০০ কোটি টাকা বরাদ্দ করেছেন।

বিরোধী দল
আমি দলনেতা সূর্যকান্ত মিশ্র বলছি, রাজ্য সরকার যে উন্নয়নের দাবি করছে সেটা কতটা ঠিক রাজ্যের মানুষ বুঝতে পারছে। আইন শৃঙ্খলা ভেঙ্গে পড়েছে। বৃহত শিল্পের কোন প্রস্তাব কতটা কারযক্রী হয়েছে? ঢাক ঢোল পিটিয়ে রাজকীয় শিল্প সম্মেলন করা হল। তাতে আমাদের রাজ্যে এ পর্যন্ত 'শিল্প মান চিত্র' কি বলছে? আমরা বৃহত শিল্পের দাবিতে সিঙ্গুর থেকে শাল্বনী পর্যন্ত 'পদযাত্রা' করেছি। বযপক সাড়া  পেয়েছি। শিল্প না আসলে ক্রম সংস্থান হবে না। রাজ্যের হাল আরও খারপ হবে। আমরা স্রকারে আসলে এই বিষয়গুলিকে আগে গুরুত্ব দিয়ে বিচার করব।
 
বিশবায়নের সঙ্গে পাল্লা দিয়ে আমাদের দেশ ভারতও উত্তর আধুনিক সমাজে সাফ্লযের সঙ্গে এগিয়ে চলেছে। দেশের অঙ্গরাজ্যগুলিকে সেই ছন্দ মেনেই এগতে হচ্ছে। যেমন পারসোনাল কম্পিউটার আমাদের দেশে চালু হয় ১৯৮৩ সালে। পাশাপাশি আমরা মোবাইল ফোন ব্যবহার শুরু করি ১৫ আগস্ট, ১৯৯৫ সালে। আবার ওই একই বছরে 'ইন্টারনেট' ব্যবস্থাও চালু হয়।

মানুষের জোট 
এই বছরের ভোটে একটি অস্মভব ঘটনা প্রায় ঘটে গেছে। শাস্কদল তৃণমূল কংগ্রেস কে আটকাতে জাতীয়তাবাদী কংগ্রেস দলের সঙ্গে পরিবর্তিত নতুন 'সিপিএম' নামক দল্টি বামফ্রন্ট এর নেতৃত্বে    মানুষের জোট করছে। ঘোষিত জোট না হলেও নিচের তলায় জোট হ্যেই গেছে। নীচের তলার মানুষের দাবিকে উপেক্ষা করে কার এমন শক্তি আছে? ২০১১ সাল থেকে দক্ষিণ ভারতীয়দের মত এই রাজযেও রাজনীতির বাইরের  শিল্প- সংসকৃতির ময়দান থেকে অনেকেই রাজনীতিতে যুক্ত হয়েছে। এবারেও তার ব্রাত্যয় হবে না। 'বিদযাজীবী এবং রাজনীতি' নিয়ে প্যালেস্টাইন তাতবিক এডওয়ার্ড সাইদের একটি প্রণিধানযোগ্য বক্তব্য আছে। একটি আলোচনা সভায় তিনি বলেছিলেন, ''বিদযাজীবীদের পক্ষে সর্বাপেক্ষা বিপজ্জনক এবং অশুভ পরিস্থিতির সৃষ্টি হয় তখন, যখন তাঁহারা একই সঙ্গে বিদযাচ্রচা এবং রাজনীতি উভ্য ভূবনেই বিরাজ করেন। রাজনীতির প্রিস্রে কাজ করে 'পদাধিকার এবং ক্রতিতবের উচ্চাকাঙ্ক্ষা'। যা বিদযজীবীর স্বাধীন অস্তীতবের প্রতিকূল।''
তৃণমূল কংগ্রেস প্রারথী ঘোষণা করে দিয়েছে। মহিলা, সংখ্যালঘু ভারসাময রেখে দলটি সরকারে থাকার সুবিধা নিয়ে আগাম প্রারথী ঘোষণা করতে পেরেছে। সিপিএম তথা বমাফ্রন্টও পিছিয়ে নেই। দলের গোপ্ন সভায় আলোচনা সাঙ্গ করে তালিকা প্রস্তুত করা হয়ে গেছে। সূত্রের খবর কংগ্রেস জল মাপছে। যে কংগ্রেসকে গত কয়েক বছর সিপিএম হিসাবের মধ্যে রাখেনি সেই জাতীয়তাবাদী কংগ্রেস দলটির সঙ্গে জাতীয়তাবাদী সিপিএম অতীতের 'সিপিআই', 'বাংলা কংগ্রেস' এর দেখানো রাস্তাকে মেনে নিয়ে নিজেদের ভুল মেনে নিচ্ছে হয়ত বা। কংগ্রেসের প্রারথী তালিকা তৈরিই আছে সিপিএমের সঙ্গে বোঝাপড়া শেষ হ্লেই যে কোনও সময় আমাদের সামনে আসবে বর্তমান প্রজন্মের এক ঝাঁক তরুণ। বিহার জোটের সাফ্লযের পরে কংগ্রেসের  সহ-সভাপ্তি রাহুল গাঁধি ধীর লয়ে প্রতিটি পদক্ষেপ মেপে প্রদেশ সভাপতি এবং বর্ষীয়ান কংগ্রেস নেতাদের সঙ্গে আলোচনা করে 'পশ্চিমবঙ্গের' জন্য একটি ভিন্ন মাত্রার রাজনৈতিক প্রকল্প করেছে বলেই মনে হয়। এবছ্র বিজেপি ও নতুন শক্তি নিয়ে টক্ক্র দেওয়ার জনয প্রস্তুত।

ক্রাউড সোরসিং
আমাদের দেশে তথা এই রাজ্যে 'ক্রাউড সোরসিংয়ের' মাধযমে রাজনৈতিক দল্গুলি নিরবাচনী তহবিল সংগ্রহ করতে পারে। সংবাদ মাধযম থেকে আমরা জানি ২০০৮ সালের নিরবাচনে প্রেসিডেন্ট বারাক ওবামার নিরবাচনী তহবিলের একটা বড় অংশ সংগৃহীত হয়েছিল সোশাল মিডিয়ার মাধযমে। এই বছর 'ফেসবুক' 'টুইটার' এর মতো শক্তিশালী 'সোশাল মিডিয়াকে' ব্যবহার করে অর্থ সংগ্রহ করা যায়। আশা করি রাজ্যের রাজ নৈতিক দলগুলি প্রস্তাবটা ভেবে দেখবেন।      

ভ্যেসওভার ২০১৬ (ক্লপিত সংলাপ
আমি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছি, দ্বিতীয় দফায় মুখযম্নত্রীর দায়িত্ব নিয়ে বলছি, মন্ত্রী সভায় সবাইকে নিতে পারব না। অনযভাবে পুষিয়ে দেব। আমি কোনও বন্ধ বা ধর্মঘটকে বরদাস্ত করব না। রাজ্যে শিল্প না আসলে এই বাংলাকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয়। হিংসে ক্রবেন না। সরকারের সঙ্গে সহযোগিতা করুন।
সাইন অফঃ  সরকার আসে যায়। গণতন্ত্র তার ভাব গাম্ভীর্য নিয়ে বিকশিত হতে থাকে। সমাজ গবেষকরা বিভিন্ন সময়ে বিভিন্ন মতামত বযক্ত করেছেন, ''ইতালীয় স্মাজতাতবিক উইলফ্রেডো পযারেটো (১৮৪৮-১৯২৩) মনে ক্রেছিলেন, রাজনৈতিক পালা বদলের অর্থ হল, এক অভিজাত গোষ্ঠীর স্থান করে নেওয়ার সুযোগ গ্রহণের এক চক্রাক্র চিত্র। যাতে এই পালা বদলের ক্ষেতরে অভিজাত গোষ্ঠীর জায়গায় মেহ্নতি-শোষিত মানুষের অনুপ্রবেশের সুযোগ নেই।''

এই সময়ের অন্যতম চিন্তাবিদ শ্রদ্ধেয় নোয়াম চমস্কি কি বলছেন?

         . "The public relations industry, which essentially runs the elections, is applying certain principles to undermine democracy which are the same as the principles that applies to undermine markets. The last thing that business wants is markets in the sense of economic theory. Take a course in economics, they tell you a market is based on informed consumers making rational choices. Anyone who’s ever looked at a TV ad knows that’s not true. In fact if we had a market system an ad say for General Motors would be a brief statement of the characteristics of the products for next year. That’s not what you see. You see some movie actress or a football hero or somebody driving a car up a mountain or something like that. And that’s true of all advertising. The goal is to undermine markets by creating uninformed consumers who will make irrational choices and the business world spends huge efforts on that. The same is true when the same industry, the PR industry, turns to undermining democracy. It wants to construct elections in which uninformed voters will make irrational choices. It’s pretty reasonable and it’s so evident you can hardly miss it."
From lecture titled"The State-Corporate Complex:A Threat to Freedom and Survival," at the The University of Toronto, April 7, 2011 

জন্তার আদালত
রাজনীতি স্মভবতার শিল্প। রাজনীতিকে অনৈতিকতার পরিশীলিত বযবহারিক মঞ্চ হিসাবেও কাজে লাগানো হয়। আবার রাজনীতি নৈতিক্তা এবং মানবতার ধ্রুপদী ঘরানার শিল্প। কে বা কারা কি ভাবে দেখছেন সেটা সেইসব নেতৃত্বের উপ্র নির্ভর করে। তাই সরকার যে দলই গঠন ক্রুক তার সঙ্গে গঠন মূলক দর কষাকষির জন্য বিরোধী দল যেন দুর্বল না হয়। বিরোধী দল্কে শক্তিশালী হতেই হবে। বিরোধী দলের দুরব্লতার সুযোগে আসাধু রাজনীতির কারবারিরা নিজেদের আখের গোছাতে ততপরতা দেখাবেই। গণতন্ত্রের অনুশীলনে আধুনিক অভিমুনযের ভীষণ প্রয়োজন আমাদের এই রাজ্যে।  

                    
 

Sunday 6 March 2016

বিনা আমন্ত্রণে

উপযাচক হয়ে বিনা আমন্ত্রণে নেমে পড়লাম। ভারতের প্রথমসারির সাংবাদিক ব্রখা দত্তের বক্তব্য বিনা আম্নত্রণে টিভির প্রদায় শুনলাম। বছর তিন চার আগে আন্নদবাজার পত্রিকার 'দেশ বিতর্ক সভা' এবং' 'দয টেলিগ্রাপফ নযাশ্নযাল ডিবেটের' আমন্ত্রণ সরাস্রি রাজ্যের অভিভাবক সংবাদ মাধযমের অফিস থেকে আসত। 'বিতর্ক' আমার আপনার বেঁচে থাকার পাথেয়। অনেকটা ভালো গান আর কবিতা নিরজন ঘরে শোনার মতই। বিশেষত এই ধরণের বিত্রক্সভা হলে। হঠাত প্রকাশিত এই বিষয়টা নিয়ে কিছু লিখতে চাইছি কেন? যা লেখার গৌত্ম চক্রবর্তী নিজসব বযক্তিক গাম্ভীর্যে লিখে দিয়েছেন। আসলে 'সহিষ্ণুতা' 'অসহিষণুতা' নিয়ে লেখার চেষ্টা আমি বিভিন্ন ব্লগে করেছি। আমি নিজেও এই বাংলা তথা দেশে বিভিন্ন উচ্চশিক্ষিত সমাজ ক্রতাদের কাছে 'জলচ্র' ছিলাম না। নিজেও অনুভব করেছি আমি ওই সব নাগ্রিদের কাছে ক্তটা গ্রহ্ণযোগয? তাঁরা কি আমার প্রতি সহিষ্ণু? নাগরিক সমাজের ওই সব ত্থাক্থিত বিশিষ্ট জনেরা আমার মত মানুষদের 'ছেলাবেলা' থেকেই 'স্মাজচযুত' বা স্মাজবিছিন্ন করে রেখেছেন। এক কথায় 'অস্পৃশ্য' করে রেখেছিলেন। কারণ আমাদের পারিবারিক দারিদ্রতা। এই লেখাটা হয়ত লিখতাম না। সাংবাদিক-যোগ্য স্মপাদক ব্রখা দত্তের একটি বক্তব্য আমাকে চাগিয়ে দিল। ব্রখা বলেছেন, ''আমি দাদ্রি, গোধ্রা, জরুরি অবস্থা সব কিছুর বিরুদ্ধে। কিন্তু আমার ভাষা কেড়ে নিয়েছেন। তাঁরা নিজেদের স্বার্থে 'সেকুলার' কে 'সিউডোসেকুলার' বানিয়েছেন। বিদেশি জাতীয়তাবাদের বদলে বরং সব্দেশপ্রেম শব্দটা উচ্চারণ ক্রতেই ভালো লাগে।''
বরক্ষা দত্ত 'সিউডোসেকুলার' শব্দটি বযবহার করেছেন। আমরা আশি-নব্বই দশকে 'সিউডোইনটেক লেকচুয়াল' শব্দগাছা ব্যবহার করতে পারঙগ্ম ছিলাম। ভারতবর্ষ এমনই একটা দেশ যে দেশের মানুষ এখনো 'ধ্রম-ব্রণ' ভেদাভেদ ভুলে একসঙ্গে দোল খেলে। হোলি খেলে। 'বিপ্লব দীরঘজীবী হোক' যেমন লোকে বলে ঠিক তেমনি 'বসন্ত দীর্ঘজীবী হোক' বলার সংখ্যা এই দেশে অনেক বেশি। ক্যেকশ বছর আগের মূল্যবোধ সব সময় লড়াই করে উত্তর আধুনিক মূলযবোধের সঙ্গে। অপ্রয়োজনীয় কিছু বিষয়কে আমরা চাগিয়ে তুলি। এই দেশে জন্মে এই দেশের উন্নয়নের কথা বলব না? এই দেশের কৃষ্টি, উপাচার সব অসবীকার করব? বযক্তিগতভাবে আমি মনে করি সাংবাদিক, লেখক হিসাবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের 'উন্নয়ন মূলক কাজগুলিকে' আমাদের সমর্থন করা উচিত। প্রশংসা যেমন করব আবার ভুলগুলিকে গঠন্মূল্ক দৃষ্টিতে সমালোচনা করব। এখানেও বরখা বলেছেন, ''কোনও চযনেলের আযঙ্ক্র যখন মনে করেন, গ্লার জোরেই সব দমিয়ে রাখবেন, সাংবাদিক্তার বদলে ন্টুকেপ্নাই চূড়ান্ত করবেন, আমার দুঃখ লাগে।'' বিষয়টা গভীর প্রতয্যে সংবাদ মাধযমের করমীদের অনুভব করা উচিত নয় কি?
'সহিষণুতা' শব্দটা নিয়ে যারা উস্কে দিচ্ছেন তাঁদের 'শক্তিকে' উপেক্ষা করার জনয আমাদের অনেক মূলয দিতে হচ্ছেনাতো? ভেবে দেখার সময় কিন্তু এসেছে। 'শিক্ষার গোয়ারতুমি'? না 'গোঁয়ারতুমির' শিক্ষা? স্ম্যের সঙ্গে তাল মিলিয়ে আমদের চলতেই হবে। যে নরেন্দ্র মোদী একদিন আমেরিকার ভিসা পান্নি। এই দেশের বিভিন্ন রাজ্যে প্রবেশের অনুমতি পান্নি। অবশ্যই স্রকারিভাবে নয়। এই দেশের যারা তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করতেন বা ক্রছেন তারাই সেই সব সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শেষ পর্যন্ত তিনি প্রধানমন্ত্রী হ্যেছেন।  ইউরোপ-আমেরিকা সহ একাধিক দেশের ভিসা নিয়ে ঘুরছেন। এই অভিঙ্গতা থেকেই বলতে হবে 'নেহরু-গাঁধি' প্রিবারের 'সহিষ্ণুতা' নিয়ে প্রশ্ন তোলা বাতুলতা মাত্র। রাজীব গাঁধি যখন দেশকে বুঝলেন, উপলব্ধি ক্রলেন। যখন যোগয নেতা হয়ে উঠছেন তখনই জীবন দিয়ে তিনি প্রমাণ করলেন এই দেশে মহাত্মা গাঁধি ন্ন, সুভাষ চন্দ্র বসু, ইন্দিরা গান্দধি, রাজীব গাঁধি, শযামাপ্রসাদ মুখারজীদের জীবন দিয়েই প্রমাণ করতে হয়। অখণ্ড 'ভারতে' সবাই থাকবে। ১০০ বছর পরে 'ভারতীয়' নামে একটা জাতীর উথথান হবে 'এই ভারতের মহামানবের সাগ্রতীরে'।
স্ম্যের দাবি সবাই মেনে নেয়। মেনে নিতে হয়। যদি বামপন্থীদের কে এগিয়ে থাকা অংশ বলে ধরে নিতে পারি তা হলে সিপিএম দলের একটি সিধান্তকে কুরণিশ জানাতেই হবে। সেটা হচ্ছে 'থিঙ্ক টুগেদার'। স্ম্রপ্তি ফরওয়ার্ড ব্লকের রাজ্য স্মপাদক অশোক ঘোষ কে শেষ শ্রদ্ধা জানাতে গিয়েছিলেন রাজ্যের প্করাক্তন মুখ্যমন্ত্রী তথা রাজ্য সিপিএমের বিদ্গধ চিন্তাবিদ কমরেড বুধদেব ভট্টাচার্য। গতকাল (৫ মার্চ) আমি যখন টিভিতে দেখি তখনই আমার নজরে পড়ে। বুদ্ধবাবু জোড় হস্তে ভারতীয় মুদ্রায় প্রণাম বা নমস্কার করলেন। অনযানয্রা 'মুস্টিব্দধ' হাত তুলে 'লালসেলাম' জানালেও বুদ্ধবাবু 'নমস্কার' করলেন। ভারতীয় সংস্কৃতিতে দলের কট্টরপন্থীদের বারতা দিতে চাইলেন কি? এই স্ম্যকে বেছে নেওয়াটাই যে সঠিক সময়। আপনাদের কি মনে হয়? 'ইনক্লাব জিন্নবাদ' যেমন থাকবে। 'লাল সেলাম'ও  থাকুক আবার 'বন্দেমাত্রম', 'জয় হিন্দ' এবং 'নমস্কার' আমাদের জাতীয় ঐতিহয। দুটোকে মেনে নেওয়াটাই জাতীয় সহিষণুতা। 'সবার উপ্রে মানুষ সত্য তাহার উপ্র নাই'।