Wednesday 17 February 2016

ভাষার আমন্ত্রণে



বিশ্বের কোনও দেশ কি নিজের মাত্রিভাষাকে অবঞ্জা করে? প্রাচ্য-পাশ্চাত্যের দেশগুলি মাতৃভাষার স্বত্নত্রতার জন্য গরববোধ করেন। কোনও কিছুর বিনিময়ে জারমান, স্পেন, জাপান, পরতুগিজ এইসব দেশের মানুষ নিজেদের মাতৃভাষার মর্যাদা অক্ষুণ্ণ রেখে ইংরেজি গ্রহণ করেন। এই নিয়ে সেইসব দেশে কোনও বিরোধ বা বিতর্ক নেই। 'ভারত' নামক দেশটি এখনও স্বজাতি হয়ে ওঠার লড়াই করছে। ভারতজাতি, ভারতীয় জাতি হিসাবে প্রতিষ্ঠা পেলে আমাদের গরববোধ হবে। সেক্ষেত্রে আমাদের হিন্দি মেনে নিতে অসুবিধে নেই। কিন্তু বাংলা আমাদের মাতৃভাষা। আমরা এই ভাষার জন্য গরব বোধ করি। উচ্চ শিক্ষিত বাঙালি তথা 'কনভেন্ট' শিক্ষিত সব বাঙালি কি বাংলা ভাষা ভুলে বসে আছে? না সম্ভবত একদমই ঠিক নয়। উচ্চ শিক্ষিত, মারজিত, সুশিখিত, সংবেদনশীল সুচেত্নার অধিকারী বাঙালি পরস্পরের মধ্যে কথা বলার সময় 'বাংলা' ভাষায় কথা বলতেই ভালোবাসেন। 'প্রবাসী' এবং অনাবাসী বাঙ্গালিদের নিজসব যন্ত্রণা আড়ালে রেখেই সারস্বত বাংলার আরাধনা করেন। যারা করেন না তাঁরা হয় কর্পোরেট সংস্থার ম্যানেজমেন্টের লোক, না হলে সবকিয়তা হারিয়ে ফেলে সামাজিক ভারসাময খুঁজছেন। শ্রদ্ধেয় চিন্ম্য গুহ এক সাক্ষাতকারে বলেছেন, 'একবার দু'জন বাঙ্গালিকে পরস্পরের সঙ্গে ইংরেজিতে কথা বলতে শুনে এক ফ্রাসি পণ্ডিত আমায় বলেন, এঁরা কি অসুস্থ?'  
এই বাংলায় বাংলা ভাষা চ্রচার দুরব্লতা লুকিয়ে আছে ভালো তথা ধ্রুপদী সাহিতয, নাটক, গান, প্রভৃতি ক্ষেতরে বযপক চ্রচার অভাব। গত শতাব্দীর শেষ দশক এবং একবিংশ শতাব্দীর প্রথম দশকে বাংলাকে এতটাই অবহেলা করা হয়েছে সেক্ষেত্রে ধ্রুপদী সাহিতয-সংগীত শিল্প চ্রচার দুরব্লতা টের পাওয়া গেছে। আনুসঠানিক্তার ঘন ত্মাসাচ্ছন্ন আধারে সেনান না করে আন্তরিক ভাবে আপন গ্রিমায় বাংলাকে তথা নিজের মাতৃভাষাকে আলিঙ্গন করতে পারলে তবেই জাতির সবভিমান ভেঙ্গে দেওয়া সম্ভব। বাংলা ভাষা বাঁচবে যদি আমরা ধ্রুপদী সাহিতয সংস্কৃতির পরিবেশ গড়ে তুলতে পারি। এবং নিজেদের 'ভারতীয়' বলে সব্জাতির পক্ষে বৈচিত্র মেনে নিতে পারি। একটি বহু বর্ণের, বহু ভাষার দেশে আদিবাসীরা যদি তাঁদের প্রাচীন্তব নিয়ে নিজেদের ভাসাকে বাঁচিয়ে রাখতে পারে তবে বাংলা ভাসাও সভ্যতার সঙ্গে হাত ধরা ধরি করেই বাঁচবে।
        
My Facebook post on 16 February, 2016

I am charged. Our country have cultural diversity. Traditionally we trust each other communities which are become from different linguistic communities of India. Colorful communities colorful langue are our pride. Indian cultural varieties we can compare with our 'Basanta festival' (Natural dance of Autumn). 'Aaj sabar Range rang melate habe.....' We are committed to follow on February 21st, the international mother language day,our constitutional Rights 'Delhi Demands of Language Rights.'. Let's join and raised your voice.


On February 21st, the international mother language day, representatives from different linguistic communities of India are participating in the release of 'Delhi Demands of Language Rights'. The 'Dehi Demands' document will include the immediate demands that are common to all linguistic communities of India.
The event will be followed by a press meet, at the press club of India, New Delhi. 

In the evening of February 21st, a candle light vigil has been organized at Jantar Mantar, New Delhi, to pay homage to the martyrs of language rights movements.

The whole event is organized by C.L.E.A.R (Campaign for Language Equality and Rights). 

For more details
Ph: 098841 55289
Email: clearindiaoffice@gmail.com

Friday 12 February 2016

Sadar Durge Kaman Daga? (Self Criticism?)

Any body have past valued memory from 1964 to 2016? I don't have. There was not possible to raised any questions against higher class student of CPM college during the period with dignity from out side the Red wall. Few days ago learned writer Shri Ashok Mitra raised the questions that 'Let's allow people to know what's are going on in side the wall'?  After all today is completed the primary work by common comrade. There media able to found revolutionary poster on the state committee wall. Anti alliance (JOT) poster pasted by some unknown comrades of the stated Red force on Alimuddin street state head quarter. It was either unexpected or un-speculated to West Bengal and Indian conservative left comrades. Two days state committee meeting going on from 12 February to 13 February, 2016. Party former general secretary comrade Prakash Karat and present general secretary comrade Sitaram Yechury both are present at kolkata for the observing the above meeting. Why head line is 'Sadar Durge Kaman Daga? Because poster slogan was 'No alliance with Congrees'. big poster 'we don't want Sabuj' etc. What is this? Time calling us to listen from post 2011 election political Red fort breaking wall. We know well popular issues now in west Bengal that is 'New alliance' is possible between Congress and State CPM? And on that real time some enthusiastic youth have been exposed their spontaneous spirit with those poster. We should learn from themselves. Today's example for last couple of decades, first time in the West Bengal that, we ask for the issues which command us with anti state committee Voice of the CPM poster with 'Sadar (Head quarter) Wall'?
Is it not 'Sadar Durge Kaman Daga'? or truly 'Thinking Together' as such modern approach introduced by Comarade Sitaram Yechury and Comrade Praksh Karat. I think from today newly formed state CPM team too advanced to understand people voice over and also to look forward central agenda. We are waiting to see another chapter and we also wanted to attend another text from tomorrow's breaking wall of modern Indian left.