Friday 7 October 2016

নাগরিক সৌজন্য

নাগরিক সৌজন্য
কোন মানুষ তাঁর শিশুকে—
আর আমার কোলে দেবে?
ওগো কলকাতা তুমি সৌজন্য ভাঙ্গ—
তোমার আদিম সৃষ্টির বাস্তবতায়।
একদিন কোথাও কথা হয়েছিল,
বলছিল সবাই—
বলেছিলাম অনেককে;
তারপর দিন গেল, দিন যায়।
বিশ্বাস চুঁইয়ে চুঁইয়ে অবিশ্বাস—
টেবিলে ফিন ফিনে গ্লাস।
বিশ্বাস যায়। চ্যাপলিনের ‘সিটি লাইট’।
গোয়েবলস তুমি যতই প্রান্তিক হও—
তোমায় নমস্কারঐ নীতি
সেই নীতি আমার ও আরও অনেকের সম্প্রিতি।
প্রিয়, প্রিয়া স্বজন বন্ধু সবে—
ঐ দিন সেই দিন—
বসব আমি ‘বাণিজ্যিক গ্রামে’।
সংলাপ-প্রিয়ালাপ—
আমায় ফিরাবে অনাসৃষ্টির আনন্দ ভৈরবে।

(কবিতা যদি হয়ে থাকে। লেখাটি ১৪০৮ সালে কার্তিক মাসে প্রকাশিত)     

    

No comments:

Post a Comment