Thursday 27 October 2016

প্রান্তিক

প্রান্তিক
হেলা অবহেলায় তোমরা
আমায় পেছনে ফেলে দিলে।
আমার কি দোষ?
সত্য কথা আরও সত্য করে
বলতে জানি।
হেলা অবহেলায় তোমরা
আমার সাত-আটটা আকাশ
কেড়ে নিলে,
তাতে কিই বা যায় আসে?
বানভাসি নদীর এপার ভাসে
সোনালী ধানের ঘ্রাণ,
মহুল ফুল, কদম ফুলের অঘ্রান।
ও পারেতে জোনাক আলোর আবাহন।
আর তবে কেনই বা মানব

তোমাদের অনুশাসন?   

No comments:

Post a Comment