Sunday 11 September 2016

ভাঙ্গা পাল্কীর পাঁচালী

ভাঙ্গা পাল্কীর পাঁচালী

বর্তমান সমাজে থেকেও ব্যক্তিক সীমাবদ্ধতা নিয়ে তর্পণ করার মত গঙ্গাসাগর খুঁজে পাওয়াটা হয়ত বিড়ম্বনা হয়েই থেকে গেল। এই বিষয় নিয়ে কিছু লেখার আগে নিজের কাছে প্রশ্ন করা উচিৎ। নারী বিষয়ক বিশেষত নিপীড়িত নারীর সামাজিক বিষয়ে লিখতে চাইছি কেন? গত তিন দশকের নোনা ঘামের স্বাদ বারে বারে ফিরিয়ে নিয়ে যায় কয়েকজন সুবিধাবাদী ব্যক্তি এবং তাঁদের সম্পৃক্ত সমাজের কাছে। খুব সম্ভবত তারা অপেক্ষায় থাকে নতুন কোনও ছিদ্র পথে আঘাত হানার। এঁদেরকেই কি বলে ‘বাঙ্গালি কাঁকড়া?’ এরাই কি সেই ‘আত্মঘাতী বাঙ্গালি’দের প্রতিনিধি? আমার এই সব খ্যাতনামা বন্ধুরা আছেন  উত্তর দিনাজপুর জেলায়, সল্টলেক, রাজারহাট, দমদম এবং কলকাতায়। হুগলী, মুর্শিদাবাদ (সিল্ক), মালদা (তসর) সহ রাজ্যের বিভিন্ন জায়গায়, ‘পারলে একবার মালদা এসো’ বাক্য আজও ‘বিন্দুবাসিনী’ পাহাড়ের আকাশে বাতাসে গুমরে কাঁদছে। রবীন্দ্রনাথের ‘পলাতকা’ কাব্যগ্রন্থের ‘নিষ্কৃতি’ কবিতায় মঞ্জুলিকা পুলিনকে বিয়ে করে ফরাক্কাবাদ চলে গিয়েছিল। বাস্তবের এক মঞ্জুলিকা সমাজ পরিবারের রক্তচক্ষুকে উপেক্ষা করে বারান্দার গ্রিলটা ভাঙ্গতে পারলেও মা এবং কৌশলী দাদার হুকুমকে উপেক্ষা করতে পারেনি। তাই চোখের জলে বয়সে অনেক বড় দোজ বরকে মেনে নিতে বাধ্য হয়েছিল। আর পাঁচজন গ্রাম বাংলার সাধারণ মেয়ের মত। যতদূর জানি ভাঙ্গা মন নিয়ে আজও নীরবে সংসার করছে ভারতীয় নারীর আত্ম সমর্পণের সংস্কৃতি মেনে। পুলিন সেই চোখের জল দেখেছিল কোজাগরী লক্ষ্মী পুজোর জ্যোৎস্না ভেজা এক নির্মল সন্ধ্যায়। বাস্তবের পুলিনের চামড়ায় তখনো পালিশ লাগেনি। বাস্তবের পুলিন ছিল হত দরিদ্র পরিবারের পর উপকারি এক বুদ্ধিদীপ্ত তরতাজা যুবক।  সে তাঁর ত্যাগের ব্রত আগলে রেখে বন্ধুদের কাছে বলত ‘তুমি মহারাজ সাধু হলে আজ, আমি আজ চোর বটে’’। আসুন সঙ্গে আমরা বৃন্দ গান গাই, ‘’ব্যর্থ প্রেমের আবর্জনা পুড়িয়ে ফেলে আগুন জ্বালো আগুন জ্বালো।‘’   
বাস্তবের মঞ্জুলিকার নাক উঁচু, উচ্চগর্বী দাদার মত বাংলার খাপ পঞ্চায়েতের অনেক সদস্য আমাদের চোখের সামনে ঘুরে বেড়াচ্ছে। এঁরা আমার গড়ে তোলা বৃত্তে হুড়মুড়িয়ে এসে পড়ে ব্যক্তি স্বার্থের প্রয়োজনে। নিজেদের পারবারিক প্রয়োজন না মিটলেই আমাকে নিয়ে টানাটানি শুরু হয়। যখন থেকে বর্ণ হিসাবে সামাজিকভাবে ‘ব্রাহ্মণ’ হলাম, গাঁয়ের চামড়ায় নাগরিক পালিশ লাগল, আমি হয়ে উঠলাম প্রথম শ্রেণীর নাগরিক। তখন থেকে এঁরা পারিবারিক বন্ধনে টানতে চাইল। অনেক অনেক ধন সম্পদের বিনিময়ে। মনে পড়ছে শ্রদ্ধেয় কবি সমর সেনের কথা। তাঁর সেই বিখ্যাত উক্তি। ‘’......বন্ধক রেখে বিদেশে পড়তে যেতে পারব না।‘’
আমার সেইসব পরিচত বন্ধুদের বাড়ির পাল্কী ছিল স্বর্ণ খচিত। আমি আজ ছোট্ট এক পারুল বোনের কথা দিয়ে শুরু করি। পাল্কীর গান শুনলেও পারুল নিজে আর পাল্কীতে চড়তে পারেনি সালটা ১৯৮৫। তপসিলি জাতির পরিবারের বড় মেয়ে। অত্যন্ত গরীব। মাটির বাড়ি। বাবা ক্লাশ টেন পর্যন্ত পড়েছে। বাজারে সব্জি বিক্রি, কখনও ট্রেনে ডিম সেদ্ধ হকারি করে স্ত্রী, দুই মেয়ে এবং এক ছেলে নিয়ে সংসার চালায়। ভাঙ্গা ঘরে চাঁদের আলো। ফুটফুটে ফর্সা। প্রান চঞ্চল পারুলসকলের কাছে সে পাড়ার ভালো মেয়ে। মেধাবী ছাত্রী। সে বছর পারুল ক্লাশ এইটের ছাত্রী। লাল মোড়ামের রাস্তার ধারে মাটির দেওয়াল, খড়ের ছাউনি দেওয়া বাড়ি ওঁদেরগড় পড়তা প্রায় প্রতি মাসে ওঁদের বাড়ির সামনে দিয়ে তাসা পার্টি, ব্যান্ড পার্টির দল সানাই বাজিয়ে পাল্কীর শোভাযাত্রা করে বর-বৌ নিয়ে যায়। সানাইয়ের আওয়াজ শুনলেই পারুল ছুটে যায়। পাড়ার অন্যান্য মা-মাসি, দিদি-বৌদিরাও ছুটে যায় নতুন বৌয়ের মুখ দেখতে। পাল্কীর সিল্কের পর্দা টেনে সরিয়ে নতুন বৌয়ের লাজকু মুখটা তুলে ধরে বলে, ‘’দেখি দেখি মুখটা দেখি।‘’ নিজেই ঘোমটা সরিয়ে ভিন গাঁয়ের মেয়ে পাশের গ্রামের নতুন বৌয়ের লাজুক মুখ দেখে বলে ‘’ও গো এ যে আমার স্কুলের বন্ধু।’’ পারুলের বয়স তখন ১৩ কি ১৪ বছর। ওই পাড়ার তপসিলি জাতির প্রথম মেয়েযে সাফল্যের সঙ্গে ক্লাশ এইটে উঠেছে। বিএ পাশ করে স্কুলের মাস্টার হয়ে ছাত্র  পড়ানোর স্বপ্ন ওর দু’চোখে। পারুলের একটা হাত বাকা ছিল। বাড়ির গরু, ছাগল বিক্রি করে ওর বাবা-মাকে সঙ্গে নিয়ে কলকাতার বড় সরকারি হাসপাতাল থেকে ঠিক করিয়ে এনেছিলাম। পারুল আরও প্রাণবন্ত হয়ে উঠেছিল। আত্মবিশবাস ফিরে পেয়েছিল। কিন্তু তারপর?
সালটা ১৯৮৫। রাত এগারটা বারটা হবে। আমি আর আমার এক বন্ধু বাড়িতে ছিলাম। শুক্ল পক্ষের রাত। আমদের বাড়ির শিউলী ফুলের গাছটার পাতা চুইয়ে চাঁদের আলোছায়া। পিয়ারা গাছে এসে বাদুড় পাকা পিয়ারা খাচ্ছে। এক আলো আঁধারী পাতার ছায়ায় আমরা তখন বসে আছি। পারুলের বাবা হাউ হাউ করে কাঁদতে কাঁদতে এসে বলল, ‘ভাই পারুল কে কোথাও খুঁজে পেছি না। বিকাল বেলায় খানিক বাজার থেকি আসছি বুলে চলি গ্যালে। তারপর আর খুঁজে পেছি না ভাই।’’
পারুলকে আমরা খুঁজে পেলাম পরের দিন সকালে পাঁচ কিলোমিটার দূরে রেল লাইনের ধারে। মৃত অবস্থায়। কেন পারুল মারা গেল? আমরা জানলেও বলা যাবে না। আমার ছোট্ট প্রাণ চঞ্চল ছটফটে বোনের সমাধিতে সাদা ফুল রেখে শপথ করেছিলাম। আমি কাউকে কিছু বলব না বোন। পারুলের মত কত শত মেয়ে হারিয়ে গেছে। হারিয়ে যাচ্ছে অজানা অচেনা নাগরিক সমাজে।
১৯৮৭ সালের কোনও দিন হবে। তখন আমি ‘বসুমতি’ পত্রিকার ‘বিনোদন’ পাতার আবেগপ্রবণ সাংবাদিক। সম্পাদক বললেন একটা ভালো সফট স্টোরি লিখতে। আমার স্টকে এরকম অনেক ছিল। আমি মনে মনে ভেবে নিয়ে সটান হাজির ‘সোনাগাছি’সেখানে এক সপ্তাহ খোঁজ করার পর সেই নারীর খোঁজ পেলাম। তিনি বাংলা সাহিত্য বা ভারতীয় সাহিত্যের সেইসব নারীদের একজন। বাঁসলই নদীর তির তির জল ভেঙ্গে যে কাশবনের জঙ্গলে ছুটে বেড়াত। সাধারণ নিম্নবিত্ত পরিবারের মেয়ে। বাড়িতে তাঁত ছিল। স্কুলে ক্লাশ এইটে পড়ার সময় পাশের গ্রামের ধনী পরিবারের ছেলের সঙ্গে প্রেম। কলেজে পড়ার সময় প্রেমিকের কথামত দিল্লি গিয়েছিল। আর বাড়ি ফেরা হয়নি। প্রেমিক ছেলেটি আর তাঁর দাদা ‘নিষিদ্ধপল্লী’র অন্ধকার ঘরে ফেলে দিয়ে চলে গিয়েছিল। তারপর কেটে গেছে ২০-২৫ বছর। তাঁর জীবনের রোজগারের সমস্ত অর্থ গ্রামের দুঃস্থ ছেলে মেয়েদের পড়ার জন্য তিনি গোপনে নিজের গ্রাম এবং আশপাশের গ্রামে পাঠাতেন। আমার সঙ্গে কথা বলতে রাজি হয়েছিলেন একটা শর্তে,  তাঁর জীবন নিয়ে কোনদিন কিছু লেখা যাবে না। অত্যন্ত ব্যথায়, যন্ত্রণায় নিজের সম্পর্কে শেষ কথা বলেছিলেন, ‘’শরৎবাবুর চন্দ্রমুখী হয়েই থাকতে চাইআমার আসল নাম জানতে চাইবেন না।‘’ আপনার আসল নাম আমি আজও জানি না। আপনি বেঁচে আছেন কিনা তাও জানি না। আপনি আমার প্রণাম নেবেন ‘অন্নদাদি’
ভারতে প্রত্যন্ত গ্রামে আজও নাবালিকার বিয়ে দেওয়াটা যতটা না সংস্কার তাঁর থেকে ঢের বেশি কারণ আর্থ-সামাজিক। একবিংশ শতাব্দীর বিশ্বায়ন উত্তর আধুনিক মেয়েদের সমাজে আমরা কতটা সচেতন?  কম বয়সে মেয়েদের বিয়ে নিয়ে বিদ্বজন সমাজ ধারাবাহিকভাবে আদৌ সোচ্চার কতটা? প্রদীপের নীচেই আলো থাকে। বিচ্ছিন্নভাবে হলেও গ্রামের সাধারণ পরিবারের মেয়েরা নিজেরাই সচেতনভাবে এগিয়ে এসে নিজেদের বিয়ে রুখে দিচ্ছে। সমাজপ্রভুদের রক্তচক্ষুকে উপেক্ষা করে। পুরুলিয়া জেলার কোটশিলা থানার গরয়টাঁড় গ্রাম। একবিংশ শতাব্দীর উন্নত ভারতের শরৎচন্দ্র, তারাশঙ্কর, রবি ঠাকুরের গ্রাম বাংলা। এই গ্রামেই বাড়ি রেখা কালিন্দীর। নাবালিকা বিয়ে বন্ধ করার ‘ব্রান্ড’ অ্যাম্বাস্যাডার হিসাবেই চেনে গোটা দেশ। কয়েক বছর আগের ঘটনা। রেখা তথাকথিত গ্রামীণ মূল্যবোধের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। পরিবারের বিরুদ্ধে গিয়ে নিজের বিয়ে নিজেই রুখে দিয়েছিল। বলেছিল, আগে পড়াশোনা পরে বিয়ে। সময়ের সঙ্গে পা মেলাতেই পুরুলিয়া জেলায় রেখার দেখানোর পথটাই আরও অনেকের কাছে চেনা পথ হয়েছে। একে একে ওরাও উঠে এসেছে। বীণা কালিন্দী, সুনীতা মাহাতো, আফসানা খাতুনদের মতো গ্রাম্য সহজ সরল কিশোরীরা।
সম্প্রতি রেখা কালিন্দী বলেছে, ‘’বিয়ের উপযুক্ত বয়স হওয়ার আগেই বিয়ে হওয়ার অনেক সমস্যা রয়েছে। ব্যপারটা আমি নিজে ব্যক্তিগতভাবে জানি। নানা শারীরিক অসুবিধা হয়। আমার দিদিরও কম বয়সে বিয়ে হয়েছিল। তাঁর চারটে সন্তান মারা যায়। আমি খুব কাছ থেকে এসব দেখেছি।‘’
রেখা আরও বলেছে, ‘’বাল্য বিবাহের একটা রেওয়াজ এলাকায় চিরকালই রয়েছে। অভিভাকদের সচেতনতা তো দরকারই। তবে সবচেয়ে জরুরি মেয়েদের রুখে দাঁড়ানো।‘’
বাল্য বিবাহ বা নাবালিকা বিয়ে রুখতে না পারলে নারী এবং শিশু পাচার সংক্রান্ত অপরাধ কমানো যাবে না। সূত্রের খবর রাজ্য সমাজ কল্যাণ দপ্তর ভালো কাজ করছে। ইউপিএ সরকারের শিক্ষা কর্মসূচীর আলোয় সচিন তেন্ডুলকরের ‘সাপোর্ট মাই স্কুল’ প্রকল্পে দেশের বিদ্যালয়গুলি বিভিন্ন কর্মসূচী নিচ্ছে। বর্তমান কেন্দ্রীয় সরকারও ‘বেটি বাঁচাও, বেটি পড়াও’ প্রকল্পে গ্রাম শহরে বিভিন্ন প্রকল্প চালু করেছে। আমাদের নিজেদের রাজ্য, দেশের খাপ পঞ্চায়েতের কথা আমরা জানি। কিন্তু পার্শ্ববর্তী রাষ্ট্র ‘নেপাল’এর অবস্থা আরও ভয়াবহ।

এই শিরোনামে সম্প্রতি ‘নিউ ইয়র্ক টাইমস’ এর সাংবাদিক Heather Barr একটি ক্ষেত্র সমীক্ষা করে ছিলেন। নিউ ইয়র্ক টাইমস’ লেখাটি ০৯/০৮/ ২০১৬ তারিখে প্রকাশ করে।
The harm caused by child marriage is well known, but there are signs in Nepal a growing number of children are choosing to wed as a way of coping with dire circumstances.

“I had three kids. Two died. Only one is alive,” Kamala Kumari Pariyar told Human Rights Watch, sitting in the shade outside her home in Nepal’s southern Terai region. Kamala married at age 13.
She attended school to class three but then dropped out. “My father used to be a fisherman,” she said. “Sometimes we had fish and sometimes we had none, so it was difficult for me to buy notebooks and pencils. So I left school to work.”
Kamala* began working at age 10 as a domestic servant in the home of a wealthier family. Three years later, she had developed a chronic condition in her hands as a result of the work, so her parents told her to leave that job.
Kamala feared her father, who had developed a drinking problem, would send her somewhere else to work that could be more dangerous. She saw marriage to a childhood friend as a means of escape, and her father and brother agreed to the match. She became pregnant almost immediately; her husband and mother-in-law wanted her to have a child.

Kamala’s story is all too common. In Nepal, 37 percent of girls marry before age 18, and 10 percent before they turn 15. Boys also often marry as children in Nepal, though in smaller numbers.
Child marriage in Nepal is driven by a many factors, but chief among them is gender discrimination.
Girls are seen as a burden for their families, in part because convention dictates that girls go to live with and contribute to their husband’s family, while boys stay with and support parents through their old age.
As a result, girls are more likely than boys to be denied education. Girls are more likely to be kept home to do domestic work, rather than study. As they grow up, families may seek to unload girls through marriage.
Poverty increases the risk. Parents who are unable to feed their children, or pay for their education costs, may seek a husband for their daughters simply so that the girls can eat.

In interviews for a new report, “Our Time to Sing and Play: Child Marriage in Nepal,” Human Rights Watch documented how girls are disproportionately likely to be sent out to undertake paid labor, at ages as young as 6. Poor girls lack access to education because they are obliged to work instead of going to school, but also because their families cannot afford associated costs for uniforms, pencil, notebooks, etcetera, even when tuition is free. The government does little to ensure that children actually attend school.
Social pressures, include an expectation in some communities, especially traditionally marginalized ones, that girls should marry soon after they begin menstruating, or even before. This makes child marriage not only accepted but expected in some communities. Lack of access to information about sexual and reproductive health, and access to contraceptive supplies, puts children at risk of a rushed marriage in response to, or in fear of, extramarital pregnancy. The number of children being married off by their families is gradually falling in Nepal. But there are signs that a growing number of children, like Kamala, are themselves choosing child marriage — sometimes — as a way of coping with dire circumstances.

The harm caused by child marriage is well known. Married children usually drop out of school. Married girls often become pregnant quickly — and are expected to do so. Many suffer serious health consequences as a result of early and closely-spaced pregnancies. Their children also often suffer serious health consequences; infant mortality is more prevalent in cases of early pregnancy. Research globally shows that girls who marry younger are at greater risk of domestic violence, and many of the girls we interviewed described violence and rape they suffered in their marital homes.
There is a unique window of opportunity right now to reduce child marriage in Nepal and elsewhere. Under the new U.N. Sustainable Development Goals, launched at the beginning of 2016, countries around the world have pledged to end child marriage by 2030. The issue is receiving growing attention and growing funding. The Nepal government promised to meet the target of ending child marriage by 2030, and has started developing a plan for reaching that goal.
But progress is much too slow. Ending child marriage will take a lot of work. It will require the Nepal government to strengthen and enforce its own law which makes child marriage a crime. The government will need to figure out how to keep children in school, and end harmful child labor. Nepal’s schools should do better at teaching children about family planning, and its government health services need to do more to offer adolescents access to contraception.


None of this is impossible, but none of it is easy. The government spent several years developing a strategy on child marriage that lays out some good ideas, but it lacks the detail needed to launch work on the ground. A detailed plan is in its earliest stages and moving slowly.
It’s time for a more urgent effort to end child marriage in Nepal. 2030 will be here in a flash, and girls like Kamala have no time to wait.
*not her real name
Heather Barr is a senior researcher on women’s rights at Human Rights Watch.  She is the author of a new report on child marriage in Nepal.

 এশিয়া, আফ্রিকা, লাতিন অমেরিকা সহ মধ্য প্রাচ্যের যে টুকরো টুকরো ছবি আমাদের সামনে আসছে, এবং সিরিয়া ইরাকের গৃহযুদ্ধের কারণে শরণার্থীর যে ঢল ইউরোপে আছড়ে পড়েছে সেই উদ্বাস্তু দলেও হাজারে হাজারে শিশু কন্যা আছে। ওঁদের আগামী ভবিষ্যতের দায়িত্ব উন্নত দুনিয়ার গণতান্ত্রিক নেতৃত্ব তথা মানবিক সংগঠকদের নিতে হবে। এই দাবি করা আজকের বাস্তবতায় নিশ্চয়ই অনধিকার চর্চা হবে না।  সেই কথা মাথায় রেখে ‘ইউনেস্কো’ ২০৩০ সালকে সময় সীমা ধার্য করেছে। যাতে নাবালিকা বিয়ে নামক সভ্যতার এই অভিশাপ থেকে আমরা মুক্তি পেতে পারি। 

 

Reading the Past, Writing the Future

''The world has changed since 1966 – but our determination to provide every woman and man with the skills, capacities and opportunities to become everything they wish, in dignity and respect, remains as firm as ever. Literacy is a foundation to build a more sustainable future for all.''                                                                                                          UNESCO Director-General     

This year marks the 50th anniversary of International Literacy Day and UNESCO is celebrating it under the banner “Reading the Past, Writing the Future”. International Literacy Day 2016 celebrates and honours the past five decades of national and international engagement, efforts and progress made to increase literacy rates around the world. It also addresses current challenges and looks to innovative solutions to further boost literacy in the future.
Fifty years ago, UNESCO officially proclaimed 8 September International Literacy Day to actively mobilize the international community and to promote literacy as an instrument to empower individuals, communities and societies.
Now International Literacy Day is celebrated worldwide, bringing together governments, multi- and bilateral organizations, NGOs, private sectors, communities, teachers, learners and experts in the field. On this day also International Literacy Prizes are awarded to people with outstanding solutions that can drive literacy towards achieving the 2030 Education Agenda. This year the focus is on innovation.
This is the first year of implementation of the 2030 Agenda for Sustainable Development. In this context the vision of literacy is aligned with lifelong learning opportunities with special focus on youth and adults. Literacy is a part of Sustainable Development Goal 4, which aims to “ensure inclusive and equitable quality education and promote lifelong learning opportunities for all”. The target is that by 2030 all youth and a substantial proportion of adults, both men and women, achieve literacy and numeracy (SDG Target 4.6).
The International Literacy Day will be celebrated all around the world. The main global celebration of the day will take place at UNESCO Headquarters, Paris in the form of a two-day conference on 8 - 9 September, the highlight of which will be the awarding of the Literacy Prizes. At the same time the Global Alliance for Literacy (GAL) will be launched, a new and ambitious initiative to make all major stakeholders pull together to promote literacy as a foundation for lifelong learning.  UNESCO


Thursday 8 September 2016

সীমানা ভাঙ্গার অমিশ্র যাত্রা

সীমানা ভাঙ্গার অমিশ্র যাত্রা

ভারতের মত একটি উন্নয়নশীল দেশে নজরে পড়ার মত প্রসার ঘটেছে পরিষেবা ক্ষেত্রে। এই পরিষেবার পরিসরে যে অংশটি সব থেকে সুবিধা পাচ্ছে সেটা অবশ্যই উচ্চবিত্তদের অংশ। উচ্চবিত্ত পরিবার থেকে আসা তথ্যপ্রযুক্তি বিষয় নিয়ে উচ্চশিক্ষিত ‘ক্রিমি লেয়ার’ পরিবারভুক্ত সমাজের সদস্যদের দ্রুত বৃদ্ধি আমরা গত কয়েক দশক থেকে লক্ষ করছি। পাশাপাশি আর্থিক পরিষেবা ক্ষেত্রেও এই শ্রেণীর ব্যক্তিজনেরা লাভবান হচ্ছেন। এবং দু’টি ক্ষেত্রেই দ্রুত বৃদ্ধি পাচ্ছে। উল্লেখিত ক্ষেত্র দু’টির আর্থিক বিকাশকে সামনে রেখে ভারত তার সাফল্যের কাহিনী দেশের বাজারে সাফল্যের সঙ্গে ফেরি করতে পেরেছে। পশ্চিমের বিভিন্ন সংবাদ মাধ্যমে ‘ব্রিক’ (BRIC) দেশগুলির অন্যতম আমাদের দেশ ভারতকে একটি গতিশীল উন্নয়নশীল দেশের অর্থনীতি হিসাবে তুলে ধরা হচ্ছে।
এখন বিপরীত দিকে যদি নজর ফেরাই অর্থাৎ কৃষি ও শিল্পের ক্ষেত্রে। কি ছবি আমরা পাচ্ছি? সমালোচকদের দাবি এই দু’টি ক্ষেত্র ভারতের জনসংখ্যার চার-পঞ্চমাংশের দায়িত্ব বহন করে। অথচ এই দু’টি সেক্টরে প্রগতির গতি নিম্নগামী। কৃষিতে ধারাবাহিকভাবে মন্দা চলছে। বিশেষঞ্জদের অভিমত ‘’মূল্যবৃদ্ধি কমানোর নীতির ফল, বিশেষ করে গ্রামীণ ভারতে, ভয়ানক খারাপ হয়েছে। সরকারি পুঁজি গঠন কমে গেছে। ‘গ্রামে বিকাশ খাতে ব্যয়’-এর মধ্যে আমি পরিকল্পনার পাঁচটি খাত ধরেছি— ক) কৃষি, খ) গ্রামোন্নয়ন, গ) সেচ ও বন্যা নিয়ন্ত্রণ, ঘ) বিশেষ এলাকা কর্মসূচি, ও ঙ) গ্রাম ও ক্ষুদ্র শিল্প। গ্রামের উৎপাদনশীলতা ও কর্মসংস্থান বজায় রাখার জন্য এইসব ব্যয়গুলিই জরুরি।‘’
বিগত ইউপিএ সরকার ‘খাদ্য নিরাপত্তা’ বা ১০০ দিনের কাজ এই প্রকল্পে গ্রাম তথা প্রান্তিক কৃষি নির্ভর পরিবারগুলিকে আর্থিক সহায়তা দেওয়ার কাজ শুরু করে। এই প্রকল্প খাতে বরাদ্দ টাকা যতটা  দেওয়া হয়েছিল, সেই অনুপাতে ভূমিহীন কৃষিকর্মী বা দিনমজদুরদের হাতে সরকার অনুমোদিত টাকা পৌছয়নি। মাঝপথে দালাল, জেলাস্তরের আধিকারিক থেকে পঞ্চায়েত স্তরের আধিকারিকরা অনুদানের অর্থ পকেটস্থ করেছে। অবশ্যই নীচের স্তরের রাজনৈতিক নেতা এবং কর্মীদের মদতে।  ক্ষুদ্র ও কুটির শিল্পে সরকারি বিনিয়োগ ইউপিএ আমলে কিছুটা হলেও আরম্ভ করা গিয়েছিল। ব্যপক কর্ম সংস্থানের কথা মাথাই রেখে।  নতুন করে এই ক্ষেত্রে প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ মনমোহন সিংহ কিছু পরিকল্পনা নিয়েছিলেন। কিন্তু কাজ শুরু হওয়ার আগেই ইউপিএ সরকারকে চলে যেতে হয়। বর্তমান সরকার সামাজিক প্রকল্পে প্রথম দু’বছর ব্যয় বরাদ্দ কমিয়ে দেয়। পরে অতীত অভিঞ্জতা থেকে শিক্ষা নিয়ে এই বছরের কেন্দ্রীয় বাজেটে অর্থমন্ত্রী অরুণ জেটলী সামাজিক প্রকল্পে ব্যয়বরাদ্দ কিছুটা বাড়িয়েছেন। তবুও বিরোধীরা অভিযোগ করছেন কেন্দ্রের বঞ্চনা নিয়ে। জুলাই মাসে দিল্লী সফরের সময় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন (১৬ জুলাই, ২০১৬), ‘’............বাস্তবে ৩৯টি প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বন্ধ হয়েছে, ৫৮টি প্রকল্পে কেন্দ্রীয় অনুদান বিপুল ভাবে কমে গিয়েছে। ফলে উন্নয়নের মতো প্রকল্পগুলি কার্যত বন্ধ হওয়ার মুখে।‘’
গ্রামভারতের ধারাবাহিক মন্দার বিষয়টি বর্তমান সরকার এবং তার ম্যানেজারদের কাছে উপেক্ষিত থেকে গেছে সম্ভবত। যদিও বর্তমান কেন্দ্রীয় সরকার মাঝারি এবং ক্ষুদ্র শিল্প (এসএমই) ক্ষেত্রে প্রয়োজনীয় গুরুত্ব দিয়েছে। তাতে শহর এবং গঞ্জ শহরের সাধারণ শ্রমজীবী মানুষের আর্থিক সুরাহা হলেও গ্রাম যে তিমিরে ছিল সেই তিমিরে আছে। গ্রামের ঋণগ্রস্ত ছোট কৃষককে বেছে নিতে হচ্ছে অন্য জীবীকা। যদি কোনও জীবীকা না পাওয়া যায় তাহলে চরমতম সিন্ধান্ত নিতে হচ্ছে পরিবারের আত্মসম্মান বাঁচাতে। উত্তর এবং পশ্চিম ভারতের এই ছবির সঙ্গে আমরা আগে থেকেই পরিচিত। কিন্তু কংগ্রেসের সহ- সভাপতি রাহুল গাঁধি এতদিন পর উত্তরপ্রদেশে ৩০ দিনের ‘খাটসভা’র মত আন্দোলনের কথা ভাবলেন কেন? তার কারণ আগামীতে  উত্তরপ্রদেশ সহ একাধিক রাজ্যে ভোট? ভোট একটা কারণ হতে পারে তবে অবশ্যই অন্যতম কারণ নয় খুব সম্ভবত। ২০১৯ সালের লোকসভার নির্বাচনই পাখির চোখ কংগ্রেস তথা কংগ্রেসের ভোট ম্যানেজারদের এবং কংগ্রেস নামক শতাব্দী প্রাচীন দলটিকে শীতঘুম থেকে বাইরে টেনে আনা। যেটার প্রয়োজন ভারত নামক একটি দেশের সামাজিক গণতন্ত্রে খুব করে অনুভব করা যায়। নিন্দুকেরা যতই বলুক পরিকল্পনা আসলে কর্পোরেট ঘরানার। তাতে কংগ্রেস বা রাহুল গাঁধির কি এসে যায়? ভারতে কংগ্রেসকে আধুনিক ঘরানায় গড়ে তুলতে গেলে প্রশান্ত কিশোরের মত আধুনিক সমাজ বিঞ্জানীর প্রয়োজন আছে। ২০১৪ সালে এই প্রশান্ত কিশোর আমাদের সামনে বিজেপির এক অতিথি ব্যক্তিকে দিল্লির সাংবিধানিক মন্দিরে বসিয়েছিলেন ‘কংগ্রেস মুক্ত ভারত’ এই শ্লোগানের উপর ভর করে। তারপর শুখা যমুনা এবং স্বচ্ছ গঙ্গা দিয়ে অনেক অনেক চেনা অচেনা জল বয়ে গেছে এবং বয়ে যাচ্ছে। নিঃশব্দে হাওয়া ঘুরছে। পাল তোলা নৌকা ছাড়াই হাওয়া ঘুরছে। কংগ্রেস উচ্চ নেতৃত্ব প্রস্তুত হচ্ছেন দেশের অগ্রগামী বাহিনীকে আমাদের উপহার দেওয়ার জন্য। যে দলের নেতৃত্বে থাকবেন রাহুল গাঁধি। ‘সুটবুটের’ সরকার আমদের চিনিয়েছেন কংগ্রেস সহ-সভাপতি। তাই আমরা বলতে পারি তিনি নাগরিক কংগ্রেসের নেতা। তিনি শহরে বড় হয়েছেন। শহরকে চেনেন। শহরের ‘বাবুঘরানা’ জানেন। শহর সংস্কৃতি তিনি চেনেন। জানেন না এবং চেনেন না গ্রাম ভারতকে। যে গ্রামের ‘দলিত’, অন্ত্যজ, প্রান্তিক মানু্য এখনও জানে ‘ব্রাহ্মণ’, উচ্চবিত্ত মানুষ তাঁদের ‘মাই-বাপ’। ঈশ্বর দূত প্রেরণ করে তাঁদের এই কথা একদিন বলে গিয়েছিল। তারপর বংশ পরম্পরায় সেইসব ‘দেহাতি’ অন্ত্যজ মানুষ উত্তর আধুনিক ভারতে আজও বিশ্বাস করে অঞ্চলের ‘জোতদার’ জমিনদার যারা তারাই গ্রামের ‘মাইবাপ’। স্থানীয় ব্রাহ্মণ-ক্ষত্রীয় যারা তারাই দেশ ও দশের ‘সমাজপ্রভু’। তাঁদের হাতেই পঞ্চায়েত। তাঁদের হাতেই আইন। তাঁরাই গঙ্গা জল ব্যবহার করে। যাদের কাছে একশ বিঘা থেকে হাজার বিঘা জমি আছে। খনিজ পদার্থের মালিকানা তাঁদের হাতে। আধুনিক শহুরে হাসপাতাল, কলকারখানা সব সেই সব ‘মাইবাপ’দের হাতে। রাহুল গাঁধি এই গ্রাম ভারতকে চিনতে চাইছেন সম্ভবত। তাই তিনি ‘কিষাণ যাত্রা’ শুরু করেছেন বিহার-নেপাল সংলগ্ন উত্তর প্রদেশের সীমান্ত শহর দেওরিয়া থেকে২৫০০ কিলোমিটার রাস্তা তিনি অতিক্রম করবেন। সেখানে কোথাও কোনও গ্রামের আটচালায় বসে ভুট্টা খাবেন। আখ খাবেন, লিট্টি খাবেন। ছাতুর সরবত খাবেন। চা খাবেন। আর জানবেন গ্রাম ভারতের দলিত মানুষের সুখ দুঃখের ভাষা। এই সভার আমন্ত্রিতদের জন্য ২০০০ খাট আনা হয়েছে। যে কারণে প্রতীকি নামকরণ হয়েছে ‘খাটসভা’। দেহাতি মানুষ ‘উপহার’ মনে করে কেউ কেউ সেই খাট বাড়ি নিয়ে গেছেন। সমালোচকরা ময়দানে নেমে পড়েছেন। ‘খাট পে চর্চা’ এর বহুমাত্রিক দৃষ্টিকোন খুঁজতে। রাহুল গাঁধির আলোচ্য সভা নিয়ে আমরা একটি নিবন্ধ এই লেখার সঙ্গে পড়ে নিতে পারি। লেখাটি ৬ সেপ্টেম্বর, ২০১৬, Firstpost অন লাইন সংস্করণে লিখেছেন সন্দীপন শর্মা।
‘’Rahul Gandhi should dread the omens from his meeting at Deoria to launch his Kisan Yatra in Uttar Pradesh.
'Khatiya khari karna' is a popular saying in Hindi, which, when loosely translated, means somebody has been slammed so badly that he is almost finished.


The saying comes from the Indian practice when the cot of a deceased person is put upright in a corner, implying it would no longer be used by its usual occupant.
And, so it was at Deoria, a town in eastern UP on Tuesday. In a bid to launch his party's campaign in the state, the Congress vice-president started a 2500-km Kisan Yatra from the UP town on the Nepal-Bihar border. To give it the look of a panchayat, nearly 2000 khats (cots) were placed at the venue for the invitees.
Soon after the meeting ended, the audience made a dash for the cots, scrambling with each other to take home one on their shoulders. Even women wrestled with the crowd to take home one, perhaps to literally sleep on what Gandhi said at the venue, when he promised sops and waivers if the Congress is voted to power.
The post-rally loot is typical of Indian election gatherings. It is widely believed that a majority of the people at such venues, except die-hard supporters and party workers, are 'brought' to election meetings with some inducements. The greedy audience, thus, is always looking for some material benefit from their participation. Obviously, the prospect of going home with brand new wooden cots from Gandhi's meeting may have swelled the numbers at Deoria.
Yet, getting your khatiya put upright at the beginning of an election campaign may not be the portent the Congress would like. The party is already comatose in the state with some surveys suggesting a near-demise in the polls scheduled at the beginning of next year, putting its vote share at a pitiable five to six percent.


Wary of getting its khatiya khari, the Congress has already tried several new tricks and strategies. First, impressed by his record, the Congress hired poll strategist Prashant Kishor to plan the UP campaign, a decision that has led to emergence of a parallel power centre in the state.
Then, acting primarily on Kishor's feedback, the Congress brought Sheila Dikshit from the retirement home, making her the party's presumptive CM candidate in a bid to snare the Brahmin votes. But, with surveys indicating that her popularity ratings are in low single digits, Dikshit has so far been an outsider in the race, hobbling to the finish line while others have established a huge lead.
So, like always, the onus is back on Gandhi to put some life into the campaign, a miracle that he has failed to perform many times in the past.
Before starting the yatra, the Congress had reached out to at least 1.5 lakh committed workers to accompany Gandhi on his nearly 2500-km trek through UP. It was hoping that even if half of them turn up for the walk, the party may be able to reach out to a large number of voters in person and convince them to vote for the Congress.
But, events at Deoria suggest UP's voters may be interested more in looting the Congress cots than voting for it.
The signs, if not ominous, are definitely not auspicious. ‘’


আজ থেকে পাঁচ বছর আগের রাহুল গাঁন্ধির সঙ্গে ২০১৬ সালের কংগ্রেস সহ-সভাপতির তুলনা করার জন্য সমালোচকরা তৈরি থাকতে পারেন, কারণ আধুনিক ভারতের ‘কংগ্রেস মুক্ত’ ভারতের বিজেপি নামক আধুনিক দলটি ‘খাটসভা’ নামক ২৫০০ কিলোমিটার যাত্রা পথে রাহুল গাঁন্ধিকে আলাদাভাবে গুরুত্ব দিতে চাইছে। তাঁর কারণ উত্তর ভারত, পশ্চিম ভারতে বিজেপির আধিপত্য বর্তমানে কংগ্রেসের তুলনায় অনেক বেশি। রাহুল গাঁধি নিশ্চয়ই ইতিহাস পড়ে নিয়েছেন। দেশ স্বাধীন হওয়ার আগে ১৯৪৭ সালের ২২ জানুয়ারি ‘সংবিধান-সভা’র (কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি’) মঞ্চে দাঁড়িয়ে প্রতিঞ্জালব্ধ কন্ঠে জওহরলাল নেহরু উচ্চারণ করেছিলেন, ‘’এই সভার প্রথম কাজ, একটি নতুন সংবিধানের মাধ্যমে ভারতকে মুক্ত করা, ক্ষুধার্ত মানুষের মুখে খাদ্য জোগাতে পারা, বস্ত্রহীন মানুষের পরনে বস্ত্র জোগাতে পারা। প্রতিটি দেশবাসীকে তাঁর নিজের ক্ষমতা অনুযায়ী বিকাশের সব রকমের সুযোগ দিতে পারা‘’       

Sunday 4 September 2016

সারব্জনীন মা

সার্বজনীন মা

এই কথা বলে, আলো ফিরে গেল.........
রক্ত, পুঁজ মাখা শুকনো গাছটায়
ময়লা কাপড় বাঁধা!
‘তোমার জরা হয়েছে, কুষ্ঠ হয়েছে......
তিন পুরুষের পাপ!’ এই কথা বলে
আলো ফিরে গেল।
কালো পাখি বলে গেল এই কথা!
দিন বলে গেল রাত আসছে......
রাত এসে সপাটে আছড়ে দিতে চায়।
বিশ্ব চরাচরা ভ্রুকুটি করে। অভিশাপ!
এই কথা বলে আলো ফিরে যায়!
কালো পাখি বলে এই কথা, লম্বা কালো ঠোটে...।
শুকনো গাছটার শিরায় শিরায়
রসহীন নিদারুন খয়ের আর্তনাদ।
হঠাত দেখালাম গাছটার মাথার উপরে
দূর দূরান্তে, নীল আকাশের প্রান্তে
একটা ক্যানভাস।
নীল পাড় শাড়ির ‘মা’, সার্বজনীন মা
আঁচল পেতে দাঁড়িয়ে বলছেন, শাপ-অভিশাপ, পাপ
শব্দের খেলা!
বলছেন, ভয় নয় আর, আয় আমার কাছে।
আমি আছি এই বেলা।
শান বাঁধানো ফুটপাথে সদ্য জন্ম নেওয়া
শিশু গাছটাও কঁকিয়ে কাঁদছে।
নেমে এলেন মা......
ক্রন্দন থেমে গেল।
বাতাসে বাতাসে বহমান বার্তা এল,
আর্তের সেবায় তিনি ছিলেন, তিনি আছেন,
তিনি থাকবেন।

তিনি বিশ্ব জননী, তিনি সার্বজনীন মা।