Tuesday 31 January 2017

উত্তর ওবামা আমেরিকা এবং.........

উত্তর ওবামা আমেরিকা এবং.........

আমেরিকায় অনেক অনেক বিতর্কের পর সাদা বাড়িতে আবার সাদা আমেরিকান এলেন। আমেরিকার ৪৫তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফল ব্যবসায়ী। তাঁর ব্যাবসার পরিসর বহুতল থেকে আবাসন, হোটেল, ক্যাসিনো, গল্ফ কোর্স, মিডিয়া এই সব ছাড়াও আরও বিভিন্ন ক্ষেত্রে ছড়িয়ে রয়েছে। সারা বিশ্বের বণিকসভায় তাঁর নাম পরিচিত। কিন্তু তাঁর আলোচক এবং সমালোচকরা বলছেন ট্রাম্প সাহেব রাজনীতিতে এলেন কিছুটা অনিচ্ছা নিয়েই। আবার অনেকে এমনটাও বলছেন নতুন রাষ্ট্রপতি আমেরিকার কোন দলের নেতা? ডেমোক্র্যাট তিনি নন এটা আমরা জেনে গেছি। তবে অবশ্যই রিপাবলিকান দলের। কারণ তিনি নির্বাচনে লড়াই করেছেন রিপাবলিকান দলের প্রার্থী হয়ে। আমেরিকার ডেমোক্র্যাট দলের অত্যন্ত দায়িত্বশীল নেত্রী তথা সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রশাসনের প্রথম দফার বিদেশ সচিব হিলারি ক্লিন্টনকে বিপুল ভোটে হারিয়ে তিনি বিশ্বের অত্যন্ত শক্তিশালী এক রাষ্ট্রের দায়িত্ব নিলেন। রাষ্ট্রপতি হিসাবে শপথ নেওয়ার আগে, নির্বাচিত রাষ্ট্রপতি হিসাবে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে বিশ্বের উন্নত গণতন্ত্রের দেশে বিতর্ক শুর হয়েছে। তাঁর কিছু একরোখা অথবা কর্পোরেট মেজাজকে আমেরিকার ঐতিহয্যবাহী সংবাদ মাধ্যমও ঠিকমত চিনতে পারছে বলে মনে হয় না। সেখান থেকেই প্রশ্ন উঠছে ডোনাল্ড ট্রাম্প কি আদৌ রিপাবলিকান? না স্বতন্ত্র এক ব্যক্তি। দেশ বিদেশে সমাজনীতি, রাজনীতি,  রাষ্ট্রনীতির খ্যাতনামা বিশেষঞ্জরা আছেন। তাঁরা আগামী চার বছর আমেরিকার নতুন রাষ্ট্রপতিকে নিয়ে সংবাদমাধ্যমকে ব্যস্ত রাখবেন।
আমরা আমাদের সীমাবদ্ধ আলোয় আমেরিকার হিন্দোলিত, পল্লবিত এবং কলকোলাহলময় রামধনু সংস্কৃতির কয়েকটি পৃষ্ঠা খুঁজতে চাইছি। ২০০৮ সালে সারা বিশ্বে ‘মন্দা’ নামক একটি শব্দের জন্য সমাজঅর্থনীতিতে কার্পেট বম্বিং হয়েছিল সম্ভবত সম্প্রতি জানুয়ারি মাসের শীতের কলকাতায় প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের ২০০ বছর উপলক্ষে দীপক বন্দ্যোপাধ্যায় স্মারক বক্তৃতার অতিথি-বক্তা ছিলেন টুলুস স্কুল অব ইকনমিক্স-এর স্বনামধন্য অধ্যাপক জঁ তিরোলতাঁর কাছে প্রশ্ন করলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সুগত বসু, ‘’২০০৮ সালের আর্থিক সঙ্কটকে কি ‘কর্পোরেট গভরন্যান্স ফেলিওর’ হিসেবে দেখা উচিত নয়? উত্তরে তিরোল বলেন, ‘’তার চেয়েও বেশি, শুধু সরকারের ব্যর্থতা। সরকার ব্যাঙ্কগুলোকে যথেচ্ছাচার করে যেতে দিয়েছিল। ব্যাঙ্কগুলো জানত, বিপদে পড়লে সরকারই উদ্ধার করবে।‘’                        পাশাপাশি Crisis of Identity’ এবং  ‘Clash of Civilization’ এর চেনা অচেনা স্রোত সারা বিশ্বে প্রবাহিত হছে। ঠান্ডাযুদ্ধ উত্তর বিশ্বে এ এক নতুন লড়াই। এইরকম এক উত্তাল সময়ে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব নিয়েছিলেন বারাক ওবামা। আমেরিকার গণতন্ত্র, ঐতিহ্যবাহী সংস্কৃতি প্রশ্রয় দিয়েছিল বলেই তিনি আট বছর বিশ্বাসযোগ্যতার সঙ্গে দায়িত্ব পালন করলেন। নিজে নতুন বিশ্বঅর্থনীতি গড়তে সাহায্য করলেন। এবং নতুন বিশ্বের ভারসাম্য গড়ে তুলতে পেরেছেন সম্ভবত।  এই পরম্পরায় প্রেসিডেন্ট বারাক ওবামা তাঁর বিদায়ী ভাষণে আমাদের মনে করিয়ে দিয়েছেন, ‘’যদি আট বছর আগে আমি বলে থাকি, আমেরিকা মন্দা কাটিয়ে উঠবে, গাড়ি শিল্প বেঁচে উঠবে, কর্মসংস্থান হবে- যদি বলে থাকি কিউবার সঙ্গে নতুন পর্ব শুরু করব, একটাও গুলি না ছুড়ে ইরানে পরমাণু অস্ত্র তৈরি বন্ধ করব, যদি বলে থাকি বৈবাহিক আইনে সমতা আসবে, দু’কোটি নাগরিক স্বাস্থ্যবিমার আওতায় ঢুকবেন— আপনারা বলতেই পারতেন বড্ড বেশি ভাবছি। কিন্তু এটাই আমরা করতে পেরেছি। আপনারা করতে পেরেছেন। আপনারাই পরিবর্তন।‘’
ইংরেজি মূল টেক্সট থেকে আমরা কিছুটা ছুঁয়ে নিতে চাই প্রেসিডেন্ট ওবামার বাগ্মীতা,
‘’So that's what we mean when we say America is exceptional. Not that our nation has been flawless from the start, but that we have shown the capacity to change, and make life better for those who follow.

Yes, our progress has been uneven. The work of democracy has always been hard, contentious and sometimes bloody. For every two steps forward, it often feels we take one step back. But the long sweep of America has been defined by forward motion, a constant widening of our founding creed to embrace all, and not just some.

If I had told you eight years ago that America would reverse a great recession, reboot our auto industry, and unleash the longest stretch of job creation in our history .if I had told you that we would open up a new chapter with the Cuban people, shut down Iran's nuclear weapons program without firing a shot, and take out the mastermind of 9/11 . if I had told you that we would win marriage equality, and secure the right to health insurance for another 20 million of our fellow citizens - you might have said our sights were set a little too high.

But that's what we did. That's what you did. You were the change. You answered people's hopes, and because of you, by almost every measure, America is a better, stronger place than it was when we started.

In ten days, the world will witness a hallmark of our democracy: the peaceful transfer of power from one freely-elected president to the next. I committed to President-Elect Trump that my administration would ensure the smoothest possible transition, just as President Bush did for me. Because it's up to all of us to make sure our government can help us meet the many challenges we still face ‘’
আমেরিকার বেকার সমস্যা সেই সময় আন্তর্জাতিক ক্ষেত্রে মূল আলোচনার বিষয় ছিল। সেই জটিল পরিস্থিতি থেকে কি করে বেরিয়ে আসা যায় তাঁর জন্য সবরকমের প্রচেষ্টা বারাক ওবামা করেছেন। কর্মসংস্থান বিষয়ে দ্য ওয়াল স্ত্রীট জার্নাল ২০১৩ সালে লিখছে, ‘’……..The U.S. economy will generate 55 million job openings by 2020 according to the Georgetown University Centre on education and the workforce, and 65% of those jobs will require some training beyond a high-school education.
Off the 55 million openings, 24 million are projected to be new positions with the balance coming from retirements of older workers. Among the fastest—growing sectors will be healthcare, Community Services, and science-and technology related fields. ………………..Several organization have shown that the majority of jobs created since the 2007-2009 recession have been low-skill, low wage positions, primarily in fields such as retail sales, home healthcare and food service. A 2012 report from the National Employment Law project, for example found that 58% of the jobs added during the recovery were in categories like these (The wall Street Journal./CAREERS At work, June 26, 2013.)
 প্রেসিডেন্ট ওবামা দায়িত্ব নেওয়ার চার বছর আগে বিশ্বে দুর্নীতি নিয়ে বিশ্ব ব্যাঙ্ক ইনস্টিটিউট একটি সমীক্ষা করে। সেই সমীক্ষায় যে তথ্য পিটিআই সংবাদ সংস্থাকে উধৃত করে ১৬ এপ্রিল, ২০০৪ সালে সংবাদ মাধ্যম আমাদের সামনে প্রকাশ করে।
‘’উন্নত এবং উন্নয়নশীল দেশগুলিতে দুর্নীতির ফলে যে আর্থিক ক্ষতির হিসাব করা হয়েছে, তা হল বার্ষিক ১ লক্ষ কোটি ডলার বা প্রায় ৪৫ লক্ষ কোটি টাকা। প্রচলিত ধারণা থেকে একটু সরে গিয়ে এই সমীক্ষায় দেখা গিয়েছে যে, দুর্নীতি কেবলমাত্র উন্নয়নশীল দেশগুলির সমস্যা নয়। এবং দুর্নীতির বিরুদ্ধে লড়াই একটি আন্তর্জাতিক চ্যালেঞ্জ। সমীক্ষায় বলা হয়েছে, যে সব দেশে মাথাপিছু আয় ৯০ হাজার টাকা বা ২ হাজার মার্কিন ডলার, দুর্নীতি দূর করতে পারলে সুশাসনের মাধ্যমে ওই আয় প্রায় ৩ লক্ষ ৬০ হাজার টাকা বা ৮ হাজার ডলার পর্যন্ত বাড়ানো যায়। নচেৎ দুর্নীতির কবলে পড়ে দারিদ্র ক্রমাগত বাড়তেই থাকবে। বিশ্ব ব্যাঙ্ক ইনস্টিটিউটের ডিরেক্টর ড্যানিয়েল কফম্যান বলেন, ‘সমীক্ষা থেকে এ কথা পরিষ্কার যে, সারা বিশ্বে এই একলক্ষ কোটি ডলার ঘুষ দেওয়া হয়ে থাকে। তবে এ কথা জোর দিয়ে বলতেই হবে, দুর্নীতি কেবলমাত্র উন্নয়নশীল দেশের সমস্যা নয়।’ ২০০১-০২ সালে আনুমানিক ১৩.৫ লক্ষ কোটি টাকা বা ৩০ ট্রিলিয়ন ডলারের বিশ্ব অর্থনীতির তুলনায় এই ১ লক্ষ কোটি ডলার ডলারের দুর্নীতির হিসাব পাওয়া গিয়েছে। তবে এর মধ্যে জনগণের অর্থ তছরুপ বা জনসম্পদ চুরির কোনও হিসাব ধরা হয়নি।
কফম্যানের মতে, দারিদ্র, শিশু মৃত্যু এবং সামাজিক অসাম্য দূরীকরণের পথে প্রধান অন্তরায় হচ্ছে দুর্নীতি। এ কথা উন্নয়নশীল অর্থনীতির ক্ষেত্রে আরও বেশি করে প্রযোজ্য। এমনকি, বিশ্ব ব্যাঙ্ক ইনস্টিটিউটের গবেষণায় দেখা গিয়েছে, যে সব দেশ সুশাসনের মাধ্যমে দুর্নীতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে, সেই সব দেশে জাতীয় আয় বেড়ে গিয়েছে প্রায় চার গুণ। শিশু মৃত্যুর হারও ৭৫ শতাংশ পর্যন্ত কমেছে।‘’  
আট বছরের প্রশাসন চালাতে গিয়ে প্রেসিডেন্ট ওবামা সব ক্ষেত্রে সফল এমনটা বলা যাবে না। আবার সব সাফল্য বিনা লড়াইয়ে এসেছে এমনটাও নয়। একের পর এক সংস্কার করতে গিয়ে ওবামাকে স্থিরচিত্তে সঠিক সময়ের জন্য অপেক্ষা করতে হয়েছে। তাঁর ওবামাকেয়ার নামক ঐতিহাসিক স্বাস্থ্যবিমা সংস্কার নীতিটি অতি অল্প ব্যাবধানে পাশ করাতে পেরেছিলেন তিনি। পাশাপাশি তাঁর কাছে অতি স্পর্শকাতর বিষয় ছিল বন্দুক সংবরণ নীতি। কংগ্রেসে সংখ্যাগরিষ্ঠতার পরীক্ষায় এই নীতি সফল হয়নি। পশ্চিম এশিয়া নীতি নিয়েও তাঁকে অনেক সমালোচনা শুনতে হয়েছে। তবু তিনি থামতে রাজি নন। একজন সফল বিশ্বনেতা, একজন সফল মার্কিন প্রেসিডেন্ট হিসাবে বারাক ওবামা আমেরিকার ভবিষ্যৎ প্রজন্মের জন্য রাজনীতির পাঠশালা খুলতে চলেছেন। তাঁর নিজের শহর শিকাগো শহরে। প্রত্যক্ষ জনসংযোগের রাজনীতির কেন্দ্র গড়ে তুলছেন তিনি। যেখানে গ্রাসরুটের মানুষ এসে খোলামেলা কথা বলবেন। রাজনীতি নিয়ে তাঁদের নিজস্ব ভাবনার কথা বলবেন তাঁরা।
এই বিষয়ে ‘পলিটিকো’ পত্রিকায় ৯ জানুয়ারি, ২০১৭, Edward-Isaac Dovere লিখছেন, “The way he views his role is not that he himself, Barack Obama, is going to be out there giving fiery speeches and leading marches, but he wants to play a role in empower and lifting up the next generation of leaders,” said Jen Psaki, his White House communications director and an alum of both his presidential campaigns. Already, former aides are revamping Organizing for Action, the group formed out of his old campaign structure. No longer about backing up Obama’s agenda in the White House, it will be a nexus for training activists and candidate recruitment, reshaped both by Trump’s win and some of the factors that contributed to Hillary Clinton’s loss.
Though OFA has been mostly quiet over the last two months and made no formal announcements, its Chicago headquarters has been filling up with new hires, including several old campaign aides, who are planning to focus on the mechanics of campaigns, from running Obama-style persuasion programs, integrating data and running paid canvassing operations. Though the first goal is designing the program for what they’ll aim to make hundreds of workshops nationwide, there’s already talk moving toward endorsing candidates. ‘’
প্রেসিডেন্ট ওবামা চুপ থাকতে পারেন না। বা পারবেন না। আমি ৬ বছর আগে আমার ব্লগে লিখেছিলাম তিনি একজন সফল স্বামী, সফল পিতা এবং সফল বন্ধু। ওবামার প্রেসিডেন্ট হিসেবে তাঁর শেষ সাংবাদিক বৈঠকে প্রশ্ন ছিল, ‘’এই নির্বাচনে যা হলো, সেটা আপনি ও ফার্স্ট লেডি মেয়েদের কাছে কি ভাবে ব্যাখ্যা করছেন?’’ তাঁর উত্তর এল আগামীর পথের আলোর দিশারী হয়েবাগ্মীতার সপ্তম সুরের আভিজাত্যে  তিনি বললেন, ‘’মেয়েদের বুঝিয়েছি, কখনও, কোনও অবস্থাতেই হাল ছাড়বে না। পড়ে গেলে আবার উঠে দাঁড়াবে, জামা থেকে ধুলো ঝেড়ে ফের হাটতে শুরু করবে।‘’
আমরা সদ্য প্রাক্তন ফার্স্ট লেডি মিশেল ওবামাকে এতদিন যে আভজাত্যে দেখেছি সেদিন তাঁর বক্তব্যেও ছিল আন্তরিকতার ছোঁয়া। তিনি বললেন, ‘’Our glorious diversity— our diversities of faiths, and colors, and creeds— that is not a threat to who we are; it makes us who we are,…….’’ (New York Times News Service, Jan 7, 2017)   
উত্তর ওবামা এবং
প্রেসিডেন্ট ওবামা উত্তর আমেরিকায় আজকের স্বতন্ত্র এক ডোনাল্ড ট্রাম্পকে আমরা পেলাম রিপাবলিকান দলের শীর্ষ নেতাদের তাঁকে অবঞ্জার কারণে। ট্রাম্পকে নিয়ে নির্বাচনের আগে যত রকমের ‘তুচ্ছ তাচ্ছিল্য’ হয়েছে এর আগে অন্য কোনও প্রেসিডেন্ট পদপ্রার্থীকে নিয়ে এমনটা হয়েছে বলে জানা নেই। খুব সম্ভবত ট্রাম্প নিজেও অচেনা এরিনায় এসে নিজেও মজা পেয়েছেন তাঁর দলের কিছু শীর্ষ নেতার অসহায় অবস্থা দেখে। এবং তিনি এখনও মজা পাচ্ছেন। ট্রাম্প জিতে এলেন বিশ্বের অন্যতম প্রাচীন গণতন্ত্রে। ৫৫-৫৮ শতাংশ ভোট পেয়েছেন ৪০এর বেশি যাদের বয়স তাদের কাছ থেকেএদের সবাই সাদা সম্প্রদায়ের যুবক৩৩-৩৪ শতাংশ ল্যাটিনো ভোট পেয়েছেন তিনি। এবং ৩২ শতাংশ অন্যান্য জাতি ভুক্তের। অন্যান্য জাতিদের মধ্যে ভারতীয়রাও আছেন। একুশ শতাব্দীর দ্বিতীয় দশকে ‘ফার্স্ট আমেরিকা’ শ্লোগান সামনে রেখে বিশ্বের অন্যতম শক্তিধর রাষ্ট্রের রাষ্ট্রপতি আমেরিকাকে নতুন করে গড়তে চাইছেন। আমরা আশাবাদী তিনি মানবতার প্রয়োজনে আমেরিকার শ্রেষ্ঠত্ব ধরে রাখবেন। কিন্তু প্রশ্ন হচ্ছে তিনি আদৌ কি আফ্রিকান-আমেরিকানদের প্রেসিডেন্ট? কারণ এই গোষ্ঠীর ৮৮ শতাংশ পুরুষ এবং ৯৪ শতাংশ মহিলা সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ট্রাম্পকে ভোট দেয়নি।
সংবাদে প্রকাশ, ট্রাম্প সাহেবকে নিয়ে কৃষ্ণাঙ্গরা যথেষ্ট অস্বস্তিতেএমতবস্থায় শপথের পাঁচদিন আগে মার্টিন লুথার কিং (জুনিয়ার) এর ছেলের সঙ্গে বৈঠক করেন সদ্য নির্বাচিত মার্কিন রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রাম্প। বৈঠকের পরে ট্রাম্প কোনও কথা না বললেও তৃতীয় মার্টিন লুথার কিং বলেন, ‘’ইতিবাচক কথাবার্তা হয়েছে। আমাদের এগিয়ে যেতে হবে।‘’      
বিশ্বায়নের পর আমরা বিশ্ববাসী প্রায় ২৫ বছর সময়কাল পেরিয়ে এলাম। মুক্তবাণিজ্যের সুফল এশিয়া, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা সহ প্রায় সব দেশের মানুষ উপভোগ করছে। সেটা পরোক্ষ হোক বা প্রত্যক্ষ। এই সময় কালের মধ্যে পুঁজির কাব্যিক উপস্থিতি অর্থনৈতিক উদারাবাদকে একটা উচ্চতায় নিয়ে গেছে। সেটা যেমন সত্যি উল্টোটার কথাও বিশ্বের খ্যাতনামা অর্থনীতিবিদরা বলছেন। বিশ্বায়নের প্রতি সাধারণ মানুষের প্রতিষ্ঠান বিরোধিতাও নজরে পড়ছে। সাধারণ খেটে খাওয়া মানুষের ধিকি ধিকি জ্বলতে থাকা রাগ বিক্ষোভের আকারে আছড়ে পড়ছে। নির্বাচনের প্রথম প্রহরে ট্রাম্প সাহেব বলেছিলেন ভারত-চিনের মতো দেশ থেকে তিনি আউটসোরসিং ব্যবস্থা কমিয়ে দেশেই কর্মসংস্থান বাড়াবেন। সম্ভবত বলতে চাইছেন ‘ফ্রি ট্রেড’ নয় ‘ফেয়ার ট্রেড’। সেই পরিকল্পনা মাথায় রেখে তিনি এখন বলছেন ‘মেক ইন আমেরিকা’। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যারা ভোট দিয়েছেন তাঁরা বিশ্বাস করেন, তাঁদের প্রেসিডেন্ট দেশের নামজাদা কর্পোরেট সংস্থাগুলিকে বোঝাতে পারবেন। আমেরিকার শ্রমিকরা বেশি বেশি সংখ্যায় চাকরি পাবেন। প্রেসিডেন্ট নির্বাচিত হবার পরে তিনি যে বক্তব্য রেখেছিলেন, আমরা সেই বক্তব্যের কিছুটা অংশ পড়ে নিতে পারি।
‘’DONALD TRUMP: Amazing guy. Our partnership with the RNC was so important to the success in what we have done. So I also have to say I've gotten to know some incredible people, the secret service people. They're tough and they're smart and they're sharp, and I don't want to mess around with them, I can tell you. And when I want to go and wave to a big group of people and they rip me down and put me back down in the seat, but they are fantastic people. So I want to thank the secret service. And law enforcement in New York City, they're here tonight. These are spectacular people, sometimes underappreciated unfortunately, but we appreciate them.
We know what they go through. So it has been what they call a historic event, but to be really historic we have to do a great job. And I promise you that I will not let you down. We will do a great job. We will do a great job. I look very much forward to being your president, and hopefully at the end of two years or three years or four years, or maybe even eight years, you will say, so many of you worked so hard for us, but you will say that that was something that you really were very proud to do, and I can thank you very much.
I can only say that while the campaign is over, our work on this movement is now really just beginning. We're going to get to work immediately for the American people, and we're going to be doing a job that, hopefully, you will be so proud of your president, you will be so proud. Again, it’s my honor. It was an amazing evening. It's been an amazing two-year period, and I love this country.
Thank you. Thank you very much. Thank you to Mike Pence. Thank  you to everybody.’’ (ABC News, Nov 9, 2016)  
ওবামা পরবর্তী আমেরিকাকে তার মত করে গড়ে তুলতে চাইছেন সেই দেশের নতুন প্রেসিডেন্ট। সামাজিক ক্ষেত্রে তাঁকে নিয়ে যত বিতর্কই থাকচার বছর থাকবেন সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পআমেরিকার প্রথমসারির দৈনিক লিখছে,
‘’Invest in infrastructure to create jobs.
Mr. Trump will find bipartisan support in Congress for his proposal to create jobs and stimulate the economy by building and repairing highways, bridges, water systems and other public works. But many Republicans may balk at a big spending program that adds to the federal budget deficit.
Some Democrats will resist Mr. Trump’s proposal to offer tax breaks to private companies in return for infrastructure investments, notably because the federal government is able to borrow money at exceptionally low rates. Democrats are also likely to resist efforts to waive environmental rules or prevailing-wage protections for construction projects.

Allow the Keystone XL pipeline to move forward.
Pipelines that run between the United States and Canada must obtain presidential approval. In November 2015, President Obama refused to grant permission to the Keystone XL pipeline, which would carry oil from the tar sands of Canada to the southern edge of Nebraska, where it would connect to existing pipelines.
Mr. Trump has encouraged the company behind the project, TransCanada, to submit a new application once he takes office. He also has suggested, however, that TransCanada should share its profits with taxpayers.
Nominate a Supreme Court justice.
Mr. Trump says that in his first 100 days, he will begin the process of selecting a replacement for Justice Scalia from his list of 21 judges “who will uphold and defend the U.S. Constitution.”
This promise will be easy to keep. Just winnowing the names of court candidates could qualify as beginning the process of replacing Justice Antonin Scalia, who died in February.
Reduce federal business and personal taxes.’’ ( BINYAMIN APPELBAUM and ROBERT PEAR, New York Times, DEC. 7, 2016)
 
যদিও নির্বাচিত হওয়ার পর তাঁর ভাষা বদলাতে শুরু করেছে। নির্বাচিত প্রেসিডেন্ট হিসেবে তিনি বার্তা দিচ্ছিলেন যে তিনি সমস্ত আমেরিকানদের প্রেসিডেন্ট। শপথ নিলেন তিনি সেই বার্তা বোঝাতে। আব্রাহাম লিঙ্কন যে বাইবেল হাতে শপথ নিয়েছিলেন, সেই বাইবেল হাতে নিয়েই মার্কিন প্রেসিডেন্ট হিসাবে শপথ নিলেন ডোনাল্ড ট্রাম্প। ওই বাইবেল হাতেই শপথ নিয়েছিলেন বারাক ওবামা। কিন্তু তার পরেই আমরা বৈপরীত্য লক্ষ করি। প্রেসিডেন্ট তার ওভাল অফিস থেকে মানবাধিকার আন্দোলনের প্রথমসারির নেতা মারটিন লুথার কিং জুনিয়ারের আবক্ষ মূর্তি সরিয়ে ফিরিয়ে এনেছেন উইনস্টন চার্চিলকে। কেউ কেউ বলছেন ব্রেক্সিট উত্তর ব্রিটেনের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে এই সিদ্ধান্ত। অনেকের অভিমত খ্যাতনামা ভিন্ন ভিন্ন ক্ষেত্রের দুই ব্যক্তির আবক্ষ প্রতিমূর্তি ওভাল অফিসে রাখতেই পারতেন ডোনাল্ড ট্রাম্প। যদিও আমরা ইতিমধ্যে জেনে গেছি ট্রাম্প সাহেবের মামার বাড়ি স্কটল্যান্ড। কিন্তু এটাই কি একমাত্র এবং অন্যতম কারণ? সম্ভবত নয়। কয়েকদিন আগে হোয়াইট হাঊসে প্রেসডেন্ট ট্রাম্পের সঙ্গে বৈঠক করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে। আমেরিকায় নির্বাচন চলাকালীন রাশিয়ার বিরুদ্ধে ই-মেল ফাঁস সহ একাধিক অভিযোগ শোনা গেছে। এফবিআই তদন্তও হয়েছে। তা সত্বেও দুই দেশের চাপানউতোর এখনো রয়েছে। এর আগে ‘ব্রেক্সিট’ নিয়ে ‘দুনিয়া কাঁপানো একদিন’ শিরোনামে একটি লেখা আমার ব্লগে লিখেছিলাম। সেখানে যে বিষয়টা উল্লেখ করেছিলাম,
‘সোভিয়েত ইউনিয়ন ভেঙ্গে যাওয়ার পর পনেরোটি প্রজাতন্ত্রের মধ্যে এগারোটি প্রজাতন্ত্র মিলে গড়ে তুলেছিল ‘Commonwealth of Independent States’. এগারোটি প্রজাতন্ত্রের মধ্যে একমাত্র রুশ প্রজাতন্ত্রের রাষ্ট্রসংঘে নিরাপত্তা পরিষদে (Security Council) সদস্য পদ আছে। বর্তমানে রুশ প্রজাতন্ত্র বিশ্বের বৃহত্তম দেশ। একদিকে ইউরোপ, অন্যদিকে এশিয়া ও মধ্যপ্রাচ্যের অবস্থান। Commonwealth of Independent States তৈরি হওয়ার পরেও ‘সিস’ নয় রাশিয়াই সোভিয়েত ইউনিয়নের স্থান নিয়েছে।’ ট্রাম্প সাহেবের কি এই নতুন অক্ষে নজর পড়েছে? কারণ তিনি ইতিমধ্যে ‘ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ’ (টিপিপি) বাণিজ্য চুক্তি বাতিলের দিকে অনেকটা এগিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর ‘’সোমবার ২৩ জানুয়ারি, ২০১৭, এ নিয়ে বিশেষ প্রশাসনিক নির্দেশে সই করেন তিনি।‘’ (ABP News, January, 25, 2017)
যদিও প্রথম থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প ভারতের সঙ্গে সুসম্পর্ক আরও গভীরতায় নিয়ে যেতে আগ্রহী। নির্বানের প্রাককালে নিউ জার্সির ভারতীয় বংশোদ্ভূতদের মধ্যে যারা ট্রাম্প সাহেবের সমর্থক, তাঁরা একটি সভার আয়োজন করে। সেই সভায় তিনি বলেন, ‘’আমার শাসনে ভারতের সঙ্গে বন্ধুত্ব আরও বাড়বে। বাড়বেই বা বলছি কেন, বন্ধুত্ব সব চেয়ে ভালো হবে।‘’
সেই কথা তিনি রেখেছেন। সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্টের ফোন-তালিকার প্রথম পাঁচে ভারতের নাম। ২৪ জানুয়ারি ভারতীয় সময় রাত সাড়ে ১১টা নাগাদ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউস এক বিবৃতিতে সংবাদ মাধ্যমকে জানিয়েছে, ‘’মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভারতকে প্রকৃত বন্ধু বলে মনে করেন। দুই নেতাই কাঁধে কাঁধ মিলিয়ে সন্ত্রাসের বিরুদ্ধে লড়ার জন্য প্রতিঞ্জাবদ্ধ।‘’
রিপাবলিকান দলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হওয়ার পর থেকে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে মেনে নিতে পারছেন না মার্কিন সংবাদমাধ্যম থেকে শুরু করে হলিউডের খ্যাতনামা অভিনেত্রী। প্রেসিডেন্ট হিসাবে শপথ নেওয়ার পর সিআইএ-র সদর দপ্তরে উপস্থিত হয়ে ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘’পৃথিবীতে সবচেয়ে বেশি মিথ্যে কথা বলেন সাংবাদিকরা।‘’ (সংবাদ সংস্থা)।
এই লেখার শেষের দিকে এসে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামার কথাই যেন মিলে গেল। তিনি তাঁর বিদায়ী ভাষণে বলেছিলেন, ‘’গণতন্ত্রের কাছে এই বিপদটা গাড়িবোমা বা ক্ষেপণাস্ত্রের চেয়েও বেশি ভয়ঙ্কর।‘’ মেক্সিকো সীমান্তে দেওয়াল তোলা দিয়ে শুরু। গত সপ্তাহে প্রেসিডেন্ট ট্রাম্প এক প্রশাসনিক নির্দেশে ৭ টি মুসলিম দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করেছেন। বেআইনি অভিবাসী রুখতে এই সিদ্ধান্ত। ভাবা যায়? সাতটি মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকরা আমেরিকায় অবাঞ্ছিত! আত্মমর্যাদা যাদের আছে তাঁরা কি সম্মানের  সঙ্গে এই সিদ্ধান্তকে মেনে নিতে পারবে? যদিও সিলিকন ভ্যালির তথ্য প্রযুক্তি সংস্থার শীর্ষ কর্তারা এই সিদ্ধান্তের বিরুদ্ধেই মতামত দিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের দেশে নির্দেশিকা জারির দিনই ‘আমেরিকান সিভিল লিবার্টিজ ইউনিয়ন’ নামে  এক মানবাধিকার সংগঠন নিউ ইয়র্কের এক আদালতে মামলা করেছে। প্রেসিডেন্টের সিদ্ধান্তের বিরুদ্ধে। সেইদিনই গভীর রাতে প্রেসিডেন্টের নির্দেশের উপর সাময়িকভাবে স্থগিতাদেশ জারি করেছে নিউ ইয়র্কের ওই আদালত। জানুয়ারির ৩০ তারিখের পর এ পর্যন্ত আপডেট, এদিন প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, ‘’আমি কোনওভাবে মুসলিমদের উপর নিশেধাঞ্জা চাপানোর কথা বলিনি। আমেরিকায় প্রবেশ নিষেধের সঙ্গে ধর্মের কোনও সম্পর্ক নেই। দেশকে সন্ত্রাসমুক্ত, নিরাপদ রাখতেই এই নির্দেশ।‘’
পিটিআই সূত্রে খবর প্রেসিডেন্ট ট্রাম্প আমেরিকার অভিবাসন নীতির ক্ষেত্রে তাঁর সিদ্ধান্ত মত অগ্রসর হলেন।
 ‘’Washington: A legislation has been introduced in the US House of Representatives which among other things calls for more than doubling the minimum salary of H-1B visa holders to $130,000, making it difficult for firms to use the programme to replace American employees with foreign workers, including from India. The High-Skilled Integrity and Fairness Act of 2017 introduced by California Congressman Zoe Lofgren prioritises market based allocation of visas to those companies willing to pay 200 per cent of a wage calculated by survey, eliminates the category of lowest pay, and raises the salary level at which H-1B dependent employer are exempt from non-displacement and recruitment attestation requirements to greater than $130,000.
This is more than double of the current H-1B minimum wage of $60,000 which was established in 1989 and since then has remained unchanged.
"My legislation refocuses the H-1B programme to its original intent - to seek out and find the best and brightest from around the world, and to supplement the US workforce with talented, highly-paid, and highly-skilled workers who help create jobs here in America, not replace them," said Lofgren.
"It offers a market-based solution that gives priority to those companies willing to pay the most. This ensures American employers have access to the talent they need, while removing incentives for companies to undercut American wages and outsource jobs," he said.
Lofgren said it removes the 'per country' cap for employment based immigrant visas so that all workers are treated more fairly and to move to a system where employers hire the most skilled workers without regard to national origin.’’ PTI
এই ঘটনার পরে প্রায় ২৪০ বছরের ঐতিহ্য বয়ে নিয়ে চলা মার্কিন সংবাদমাধ্যম আমেরিকার রাস্তায় রাস্তায় পালটা মিছিল করে প্রতিবাদ এবং বিক্ষোভ প্রদর্শন করে। একটি সংবাদপত্র লিখেছে, ‘’শনিবার আমেরিকার রাস্তায় রাস্তায় যে মিছিলগুলো বেরিয়েছে, তার ভিড়ের কাছে ট্রাম্পের শপথের ভিড় নস্যি।‘’ (ABP News)
Trump Resistance Movement’ নামে একটি মঞ্চ তৈরি করেছেন আমেরিকার গণতন্ত্রপ্রিয় নাগরিকসমাজ২০১৫ এর ডিসেম্বর এবং  এই বছরের জানুয়ারি মাসে ‘ফেসবুকে’ একটি পোস্ট নজরে আসে। ‘Donald Trump will become the 45th president of the United States, it will not be a day for celebration. It will instead be a tragic day in the history of this country. Please join me in boycotting his swearing in and not listening to or watching his inaugural address. The worst thing that can happen to Trump is that no one pays attention to him. His nightmare is low ratings. Robert Reich, Trump Resistance Movement.       
বিশ্বের সবথেকে বেশি আলোচিত, প্রাচীন তথা উন্নত এক গণতন্ত্রের দেশেই সম্ভবত এমনটা সম্ভব। যে কথা আমাদের মনে করিয়ে দিয়েছেন কিংবদন্তি নায়িকা মেরিল স্ট্রিপ। আমেরিকার বিবেক আমাদের মনে করিয়ে দেয় দায়বদ্ধতার কথা। গোল্ডেন গ্লোব অনুষ্ঠান মঞ্চে জীবনকৃতি গ্লোব হাতে নিয়ে মেরিল স্ট্রিপ বলেন, ‘’ক্ষমতাধরদের প্রশ্ন করার ক্ষমতা থাকতে হবে নীতিনিষ্ঠ সংবাদমাধ্যমের হাতে। সাংবাদিককেও সমর্থন জোগাতে হবে তাঁর সত্য লড়াইয়ে।‘’ সম্প্রতি গণতন্ত্রের অন্যতম পীঠস্থান আমেরিকায় পোস্টার পড়ছে, ‘’ভয়ে আর হিংসায় কুঁকড়ে থাকা এ আমেরিকা আমার নয়।‘’                                                       

  

No comments:

Post a Comment