Monday 2 January 2017

আলোক শিশু

আলোক শিশু: 

আজ উৎসবের রাত আলোর শিশুরা গান গাইছে।
হ্যাঁ তোমরা আনন্দ কর.........
পরস্পরে আলিঙ্গন কর।
আজ কিন্তু চেনা-অচেনা শ্মশানে
আলো জ্বলছে না!
কে তুমি? আমাকে ডেকেছ?
এই শ্মশানে ‘আলোকপুরুষ’ ভস্ম
মেখে বসে আছে!
কৃষ্ণগোলাপ দেখেছি বৃষ্টিভেজা সকালে,
সুপ্রভাত, বললাম.........
শিশিরক্লান্ত সন্ধ্যায়!
উৎসবের রাতে নতুন পাঁপড়ি মেলবে
সাদা গোলাপের ভ্রুণ।
অবলোকন করেছ কখনও?
শুনেছ কখনও গোলাপের প্রসব যন্ত্রণা?
জেন, এফুল শরতের শিউলী আগমনী নয়।
অভিজাত কৃষ্ণরাতেও সাদা, হলুদ, নীল, লাল
এবং কৃষ্ণগোলাপের অস্ফুট নিঃশব্দ উচ্চারণ শুনি।
সারি সারি বৃক্ষের শাখায় শাখায়
পাখিদের কলরব-কলতান,
বেহালার ছড়ে ইমন রাগের স্পন্দিত বিচ্ছুরণ—
সূর্যালোকের বর্ণচ্ছটায় ‘আলোকশিশুরা’

আজও গান গায়।   

No comments:

Post a Comment