Monday 11 April 2016

মাছমাছি

মাছমাছি
চৈত্র শেষের ফুটপাথে, বসে আছে লোকটা,
সন্ধ্যের কলকাতায়------
শান বাঁধানো নতুন ফুটপাথে,
মায়াবি আলোয় দুঃখ থাকতে নেই।
ছেঁড়া কাঁথা, ময়লা কম্বল, বক্ষ আবরণী
ওই আছে অ্যাকাডেমি অফ ফাইন আর্টসে,
রবীন্দ্র সদনে।
শান বাঁধান ফুটপাথ ধরে
যারা হেঁটে এল সভ্যতার আঁচল খুলে,
কথা, হাসি, না দুঃখ, না কান্না
সব কেমন অম্লান মেখলা,
চল আবার বসি নন্দনে।
নন্দনের মাথার উপরে নীল আকাশ,
আকাশের নীচে মস্ত এক সামিয়ানা।
ভোজসভা ছিল। চেনা-অচেনা
অর্ধ উলঙ্গ পৃথিবী নেমে এসেছে।
চৈত্র শেষে নন্দনের উঠনে......
কাঠ কয়লা দিয়ে কি লিখছে লোকটা!
কি লিখছে সে ওসব?
“তোমরা ব্যবহার হতে জান----
ব্যবহার করতে জান।
আমি এই বসে আছি। দেখছি রসে বসে,
ওই দেখ সাদা হাঁস নন্দনের পুকুরে,
স্ফটিক সবচ্ছ জলে মাছেরা কেমন
‘মাছামাছি’, কানামাছি খেলছে।’’


No comments:

Post a Comment