Wednesday 7 December 2016

হাটকথা

হাটকথা
কি করে নোট আকালে হাটবি তুই?
কি করে জোট আকালে
খুঁজবি পথ?
জয়তু ‘রুপিয়া কার্ড’।
বাজার দেখে বাজার চিনে
হাটছে দেখ ওই ভিখারি,
পৌষ-পাবণের পালায় পালায়—
ছাদনাতলার মালায় মালায়—
কি করে নোট আকালে
হাটবি তুই?
কি করে জোট আকালে
খুঁজবি পথ?
‘কাক তাড়ুয়া’ দাঁড়িয়ে থাকে—
একলা মানুষ?
এই শহরে আর খুঁজব কত রঙ্গিন ফানুস?
ভাঙ্গছে বোধ! মূল্য কত?
‘বাবুঘাটে’ ঘুরছে দেখ পণ্য ফুল।
আর হেসনা, আর কেঁদনা—
পাবে পাবে অন্য পথে
আর ভেবনা ঘনঘোর এই সন্ধ্যায়,
কার্ড এসেছে বৌ বাজার বাবু বাজারে
যাত্রা গানের কাব্য গাঁথায়!
তবুও বলছি আমি, বলতে হয়
এই শহরে আর খুঁজব কত
রঙিন ফানুস?
কি করে নোট আকালে
হাটবি তুই?                             

No comments:

Post a Comment