Saturday 20 August 2016

আত্মার আত্মীয় কাশ্মীর

আত্মার আত্মীয় কাশ্মীর 
কম বেশি প্রায় দেড় মাস টানা কাশ্মীর উপত্যকায় উত্তেজনা রয়েছে। আমি কাশ্মীর যাইনি। সাধারণ বোধ থেকে একটা সময় হতাশ হয়ে কাশ্মীর নিয়ে আর ভাবতে চাইতাম না। কিন্তু কিছুদিন আগে নিজেকে কিছুটা গুছিয়ে নিয়ে ‘সোশ্যাল মিডিয়ায়’ একটি লেখা দিয়েছিলাম। সেই লেখায় আমরা দেখাতে চেয়েছিলাম কাশ্মীরে ভারতভুক্তির প্রেক্ষাপট এবং তৎকালীন রাজনৈতিক নেতৃত্বের অদূরদর্শিতা। কাশ্মীর আমাদের আত্মার আত্মীয়। ২২ জুলাই, ২০১৬ বাংলা দৈনিক আনন্দ বাজার পত্রিকায় একটি লেখা পড়লাম। লেখাটি লিখেছেন শ্রীনগর ডায়রেক্টরেট অব স্কুল এডুকেশন, কাশ্মীর-এর নির্দেশক শাহ ফয়জল। তিনি লিখছেন, ‘’এক দিকে আজদির শ্লোগান, অন্য দিকে কাঁদানে গ্যাসের শেল ফাটার শব্দ। আমি দেখলাম, সেই মুহূর্ত থেকেই ইতিহাস আমার ছেলেকে দখল করে নিল, সে কাশ্মীরি হয়ে উঠল। তিন দশক আগে এমনই একদিন আমার বাবা আমায় ঘুম পাড়ানোর চেষ্টা করছিলেন, আর ক্রমাগত মর্টার শেল বিস্ফোরণের আওয়াজে তাঁর সেই চেষ্টা ব্যর্থ হচ্ছিল। সে দিন আমি কাশ্মীরি হয়েছিলাম।‘’  
তিনি আরও লিখছেন ‘’............ নাগরিকের সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক কোন পথে চলবে, ভারতে তার একটি নির্দিষ্ট পথ ছিল। সেই পথ সংলাপের, জায়গা করে দেওয়ার— হুমকির নয়। সেই পথ উন্নয়নের হিংস্রতার নয়।  ভারতীয় রাষ্ট্র কাশ্মীরের মানুষের সঙ্গে কথা বলার দায়িত্ব কিছু বোধহীন মানুষের হাতে ছেড়ে রাখতে পারে না। তারা জাতীয় স্বার্থের স্বঘোষিত রক্ষক হলেও নয়।‘’
সম্প্রতি কাস্মীর নিয়ে এশিয়ান মানবাধিকার কমিশনের একটি রিপোর্ট আমাদের সামনে এসেছে। দেখা যাক সে রিপোর্টে কি আছে?
   
AHRC-STM-127-2016
19 August, 2016
A Statement by the Asian Human Rights Commission
INDIA: For peace, end impunity in Kashmir
The Indian state of Jammu and Kashmir has seen curfew for the last 41 days. Sixty-six persons have been killed, as a result of the “actions” of government forces. Most of the channels of communication remain blocked. It is reported that the authorities have gagged the media. There are concerns that even essential supplies are failing to reach most citizens. This is what the state has been witnessing in the last 41 days.
Violence, State-sponsored or by armed militants operating in the state, is nothing new to Jammu and Kashmir. The state is one of the more unsafe places of India, where peace is a daily casualty. Armed militant activities in the state and the Indian State's attempt to combat this has affected every aspects of life in Jammu and Kashmir since 1989, though there have been brief spells of calm.
A generation has grown up not knowing what peace; this is the state of the state. How many lives have been lost to conflict and how many have been disappeared and now feared to have been extrajudicially executed, either by State forces or by armed militants in Jammu and Kashmir, is anyone's guess. A large number of Indian armed forces personal also have lost their lives in the conflict, thereby increasing the human cost of this conflict to a high level.
Despite the intense nature of the conflict, the attempts made by the Indian State to find a sensible solution to the problem, at its very best, have been half-hearted. For instance, the State Human Rights Commission claims that it has proof regarding the burial of 2,156 bodies over the past 20 years in 40 gravesites spread across the state. The Asian Human Rights Commission (AHRC) has reported this in 2011.
The AHRC's partners, based on investigative research conducted between November 2006 and November 2009, documented 2,700 unknown, unmarked, and mass graves, containing 2943+ bodies, across 55 villages (in 62 sites within these villages), in Bandipora, Baramulla, and Kupwara Districts of Kashmir. Of these, 2,373 were unidentified and unnamed graves. So far, there has been no attempt whatsoever to undertake an independent investigation into this claim. At the very least, such an investigation would have been a confidence building gesture, and helped in cementing an assurance by the Indian State to the local population that the State is interested in protecting the people and not merely in retaining territorial control.
Despite the nature of the conflict, the Indian State cannot absolve itself from the constitutional and international law obligations that are binding. The Indian State cannot refuse its obligation to explain an estimated 70,000 and more disappearances reported from the state, so far. Merely passing it off as “persons who have illegally crossed over to Pakistan occupied Kashmir” validates the suspicion that the Indian State is involved in these disappearances. The refusal to investigate disappearances also rivets in public perception that the State and its forces are unaccountable, just like the militant forces operating in Jammu and Kashmir.
There would be no solution to the unrest, anger, and consequent bloodbath in Jammu and Kashmir until the Indian state starts engaging with the people of Jammu and Kashmir politically. A firm step in this direction is to account for the past violence that the Indian armed forces have committed in the state and to its people. There must also be processes put in place to ensure that, while combating armed militancy, State agencies do not commit crimes. Owning up to this responsibility is what differentiates an armed militia group and a disciplined State force. To pass off this responsibility with the excuse that it is engaged in combatting armed militants that are undermining the security of the State is not an option available to the Indian State.
Only when the Indian State owns up its responsibility, internally, can it effectively protect its citizens from being devastated by militancy and external threats. It is only then that the people state of Jammu and Kashmir could be expected to have a meaningful conversation with the Indian State.
  কাশ্মীর সমস্যা কেন এই শতাব্দীতেও জ্বলন্ত বিষয় হয়ে থাকল? কেনই বা থাকবে? প্রতিবেশি রাষ্ট্রের সঙ্গে সত্তর বছর ধরে পরস্পরকে দোষারোপ করে কিছুদিনের জন্য রাষ্ট্র নায়করা ট্র্যাক টু বা ট্র্যাক থ্রী নীতির খেলা খেলতে পারেন কিন্তু স্থায়ী সমস্যার সমাধান কি হয়? ভারতের কাশ্মীর এবং পাকিস্তান অধিকৃত কাশ্মীরের উত্তেজনা থাকলে দেশের উন্নয়ন কতটা সম্ভব? নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেন ১৯ জুলাই বলেছিলেন, ‘’কাশ্মীর নিয়ে সরকারের পদক্ষেপ ছিল বড় ভুল।‘’ সম্প্রতি তিনি ‘ইন্ডিয়া টুডে’ পত্রিকায় একটি সাক্ষাৎকারে বলছেন, কাশ্মীর নিয়ে সরকারের ব্যর্থতা পশ্চিমের দেশগুলিতে যথেষ্ট নেতিবাচক প্রভাব পড়েছে। 
  ‘’Nobel laureate Amartya Sen told India Today that the recent unrest in Kashmir has been grossly mishandled by the Indian government to the extent that the region reflects as the biggest blot on Indian democracy in the West.
"It is the biggest blot on Indian democracy. There's no question about that. There are a number of claimants to that position of being a blot. It is a case that figures a lot in foreign discussions. On my first night when I came here, a long CNN coverage on the brutality of policing and law and order was aired," said Sen, one of the world's greatest scholars, Nobel Prize winning economist, former master at Trinity College, Cambridge, and a Harvard University professor.
Kashmir mishandled for decades
"I don't deny that Kashmiris are meant to be Indians. The Kashmiris' attitude to rest of India has varied a lot. Basically, we have mishandled it for a number of decades. Right now, we are mishandling it very badly indeed," said Sen in an exclusive interview with Karan Thapar on his show To The Point.

"It is not a law and order problem. It is the people of Kashmir we are looking at. It is quite important to do the law and order right. The kind of horrific and violent treatment of protest and also banning newspapers will isolate Kashmiris. All these are penalising Kashmiris in a way is giving them absolutely no reason to feel close to India," he said.
Will it put off Western investors?
"I don't know and don't really care. But I do think that the lives and freedom of Kashmiris and the sense of pride and belonging of Indians to India is more important than whether Modi gets his investment or not," said Sen.
Sen also said that China spends about 3 per cent of their GDP on healthcare and India spends about 1 per cent, and it was no surprise that the Chinese get much better healthcare and much greater benefits from the high growth rate than India does. The real issue for the Modi government was not whether the growth rate is high, but what are the poor getting out of that, he said.India Today, July 18, 2016
 সূত্রের খবর কাশ্মীর পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় সরকারের ব্যর্থতার কথা ঘরোয়া আলোচনায় কার্যত স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাঠ সিংহ। গত ৮ অগস্ট বিজেপি-পিডিপি জোটের জম্মু-কাশ্মীরের মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতি কেন্দ্রীয় সরকারের সঙ্গে বৈঠক করেনপরে তিনি আবেদন করেন, ‘’আমি মনে করি উপত্যকার মানুষের ক্ষতে মলম লাগানোর প্রয়োজন আছে। আশা করি এই সুযোগে জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের সমস্যা সমাধানের চেষ্টা করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অটলবিহারী বাজপেয়ীর কায়দায় উপত্যকার মন জয় করবেন তিনি।‘’ ইতিপূর্বে কংগ্রেস সভানেত্রী সনিয়া গাঁধি বলিষ্ঠ ভাষায় কেন্দ্রীর সরকারকে জানিয়ে দিয়েছিলেন। কাস্মীর নিয়ে সতর্কভাবে এগতে হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে।  
দীর্ঘ প্রতীক্ষার পরে প্রধানমন্ত্রী ১২ অগস্ট সর্বদলীয় বৈঠকে কাশ্মীর নিয়ে তার বক্তব্য জানিয়েছেন। কিন্তু তিনি পুরনো তাস নতুন করে খেলতে চাইলেন। পাকিস্তানকে নিশানা করেই দায় সামলেছেন। সূত্রের খবর, প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিংহ বৈঠকে জানিয়েছেন, ইউপিএ সরকারের কিছু খামতি ছিল। এই সরকারেরও আছে। সে সব পূরণ করেই এগতে হবে সব পক্ষকে। প্রাক্তন প্রধানমন্ত্রীর অতীত অভিঞ্জতা থেকেই তিনি বর্তমান সরকার কে এই কথা মনে করাতে চেয়েছেন সম্ভবত। কারণ ২০১০ সালে ব্যপক সংঘর্ষে কাশ্মীর উত্তাল হয়েছিল। সেই সময় উপত্যকার মানুষের মন বুঝতে একটি সর্বদলীয় প্রতিনিধি দল পাঠিয়েছিলেন মনমোহন সিংহ সরকার।  ৮ অগস্ট রাজ্য সভায় সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি সেই প্রসঙ্গ উল্লেখ করে বলেন, ‘’ওই প্রতিনিধি দল উপত্যকায় ঘুরে আসার পরে অশান্তি অনেক কমেছিল। এখনও তেমন পদক্ষেপ করা যেতে পারে।‘’
এই প্রসঙ্গে উল্লেখ করা যায় নভেম্বরে পাকিস্তানে ‘সার্ক’ শীর্ষ বৈঠকের আগে পাকিস্তানে যে প্রস্তুতি বৈঠক হয়েছে সেই বৈঠকে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী উপস্থিত ছিলেন। মোদী সরকারের প্রশংসনীয় সিধান্ত। সেদিন ইসলামাদের রাস্তায় দু’হাজারের বেশি মানুষ বিক্ষোভ দেখিয়েছেন। সংবাদ সংস্থা সূত্রে খবর, সেদিনের বিক্ষোভ কর্মসূচিতে সামনের সারিতে দেখা গেছে জম্মু-কাশ্মীর লিবারেশন ফ্রন্টের নেতা ইয়াসিন মালিকের স্ত্রী মিশেল মালিককে। সত্তর বছরের অতীত নিয়ে আর দাঁড়িয়ে থাকাকে কি ইতিহাস ক্ষমা করবে? উত্তর বিশ্বায়ন এই সময়ে উপত্যকার যুব সমাজের কাছে যে সব সামাজিক, রাজনৈতিক নেতৃত্বের গ্রহণ যোগ্যতা রয়েছে তাঁদের সঙ্গে ধারাবাহিক আলোচনা প্রয়োজন। উল্লেখ করা যায় সৈয়দ আলি শাহ গিলানির নাম। ১২ অগস্ট সর্বদলীয় বৈঠকে যে কথা মনে করিয়ে দিয়েছেন তৃণমূলের অভিঞ্জ সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ‘’কাশ্মীরের বয়স্ক নেতারা ক্রমশ বিচ্ছিন হয়ে পড়ছেন। তাই যুব সমাজকে পাশে পেতে তাদের প্রতিনিধিদের সঙ্গে কথা বলতে হবে সরকারকে।‘’
স্বাধীন ভারতে উদার অর্থনীতির প্রভাবে দেশের একতা, উন্নয়ন, শিলাপয়ন, তথ্যপ্রযুক্তি, উচ্চশিক্ষা, আইআইএম, আইবিএম প্রভৃতি ক্ষেত্রের এক সম্মিলীত নতুন ঐতিহ্যের সুর আমরা শুনতে পাচ্ছি। কিন্তু কাশ্মীর আর কতদিন? ধামাচাপা আগুন ধিকি ধিকি জ্বলছে কাশ্মীর বিশেষঞ্জদের মত ছাব্বিশ বছর আগে ভারতীয় রাষ্ট্রের বিরুদ্ধে সশস্ত্র আন্দোলন শুরু হয়। তারপর? ডাল লেকের রক্তস্নাত পানি বা জল জমে রক্তের বরফ হচ্ছে। বরফ গলে ফ্যাকাসে পানি স্মৃতি ফিরিয়ে আনে। তবু কেন যেন উপত্যকায় নীলাভ আকাশ শ্রান্ত বর্ষণ ক্লান্ত মেঘেদের নিয়ে সময়ের দাবি জানায়। প্রশ্ন উঠছে, কাশ্মীর সমস্যার রাজনৈতিক সমাধান কি?
কাশ্মীরের নতুন প্রজন্মের নাগরিকদের আস্থা অর্জন করতে প্রয়োজন মানবিক পরশ। আত্মার আত্মীয়তা। প্রয়োজন আর্থিক নিরাপত্তা। প্রয়োজন ভারতীয় নাগরিকত্বের সম্মানজনক স্বীকৃতি। এসব তখনই সম্ভব শুধুমাত্র সরকারি উদ্যোগ নয়। বেসরকারি বিশেষঞ্জ দল, সমাজ বিঞ্জানী এবং রাজনৈতিক দলগুলিকে নিয়ে একটি স্থায়ী সমাধান। প্রয়োজন সীমান্ত বাণিজ্য প্রতিবেশি দেশগুলির সঙ্গে।                                          


No comments:

Post a Comment