Sunday 14 August 2016

আবেদন

আবেদন

মাটির পাত্র দাও আমি বৌদ্ধ ভিক্ষুক হব।
বটসম সেগুন বৃক্ষের কাঠ দাও......  
ক্রশ গড়ে দেবে কেউ,
সভ্যতার আলোয় প্রভাতের সভ্যতায়......
আমি ভিক্ষুক হব।
মদিনার পবিত্র ফতুয়ায় আছে
ভিক্ষার ধুলি।
আমি ভিক্ষুক হব আমার দেশে,
আমার দেশ ভারতে।
চিকাগো শহরে হেঁটে এসেছেন
স্বামী বিবেকানন্দ।
ভারত পথিক রামমোহন ভিক্ষা করেছেন,
আমি ভিক্ষুক হব, আমাকে ভিক্ষা দাও।
অপরাহ্ণ শেষে সায়াহ্ন বেলায়
পৃথিবী হাঁটছে অর্ধনির্মীলিত
এক চোখের আলোয়।
আমাকে স্বাধীনতা দাও.........
অখন্ড আকাশের আলো খুঁজতে,
আমি ভিক্ষুক হব।
হাঁটতে হাঁটতে বলে যাব,

আমরা মধ্য রাতের সন্তান।      

No comments:

Post a Comment