Friday 28 July 2017

ছন্দপতন

ছন্দপতন: 
গদ্যের ছন্দ থেকে মুক্ত বিহঙ্গ খুঁজে পেতে চায়,
কেউ কেউ হেসে ভেসে থাকে উত্তুঙ্গ মেঘ মল্লারে।
বলা না বলা কথথক সুরের ছন্দ-শৈলী...... 
জানা না জানায় বেসুর হয়ে আসে
সাদা কবুতর নূপুর পায়ে অচেনা ঠিকানায়
নেচে যায়, ডেকে চলে এক সমুদ্র অহংকারে।
লাল-হলুদ-নীল গোলাপের পাশে......  
সাদা কবুতর হাসতে ভুলে গেছে। ওকে কি
মেঘের নীচে পথ বলে দেবে তোমরা?  
সাদা সাদা পেঁজা মেঘেদের সঙ্গে নূপুর বাজাবে?
শরৎ মেঘের সময় সব ঋতু বয়ে আনতে জানে না।
সাদা মেঘ হারিয়ে যায় অসময়ের অকাল ভৈরবী
প্রভাতি গানে, আজ গঙ্গায় প্লাবন নেই,
সাদা কবুতর নূপুর পায়ে অচেনা ঠিকানায়
এসে খোঁজে, হেমন্তের হিমেল বিকেল।
সাদা শিউলির বরণডালায় টুপ টুপ টুপ
হেমন্ত ভোরের শিশির ভাসে।
কেউ কেউ হেসে ভেসে থাকে উত্তুঙ্গ ঠুমরী গানের
পেয়ালা হাতে, বসন্ত এসে ফিরে গেছে,
বসন্ত ডাকে বারে বারে, ডাকে ‘কুহু কুহু রবে’, সাদা কবুতর বাসা খুঁজে নিতে চায়।    

No comments:

Post a Comment