Wednesday 19 July 2017

পাশ্চাত্যের আয়না

পাশ্চাত্যের আয়না:

হাজারটা দুয়ার খুলে দিলেও ‘সম্রাট’ কি ফিরবেন?
চাল্লিশ চোরের নতুন গল্প লিখলেও কি ‘আলিবাবা’
বলবেন, ‘আমার বাড়ির দেওয়ালে আচড় কেটোনি!’
দাগ সাদা বা কালো যাই হোক
নজর পড়ুক, দেখা না যাক, প্রাচ্যের শৈশব হারিয়ে
যায়, তৈলাক্ত মরুভূমির শীতল রক্তের ধূসর প্রান্তরে।
কৈশোর খোজে হারিয়ে যাওয়া সময়ের......
শিশির ভেজা পাথরের আপ্যায়ন। 
হাজারটা দুয়ার খুলে দিলেও সম্রাট
কি আবার বলবেন? ‘আমি মুঘল সাম্রাজ্য, মৌর্য সাম্রাজ্য এবং
গৌর বাংলার অদ্বিতীয় গণিতবিদ!
প্রিন্স দ্বারকানাথ গঙ্গাতীরে সপ্তম নৌবহর ভেড়ালেন,
ব্রিটিশ, পর্তুগীজ বণিক ফিরে এলেন, হুতোম লিখতে চাইল।
সতীদাহপ্রথা রদ হয়েছে, বিধবা বিবাহের স্বীকৃতি এল,
স্ত্রী শিক্ষার প্রচলন হয়েছে!  
সধবার দল নগর সন্ন্যাসিনী হয়ে ‘মহানাগরিক’
খুঁজে রাজ্য রাজধানী চিনলেন।
একশত উপাখ্যান লেখা হল.........  
আলিবাবা ফিরলেন না।          
         


No comments:

Post a Comment