Wednesday 5 July 2017

অপরাহ্ণ বেলায়

অপরাহ্ণ বেলায়: 

সহাস্য আগুনে হাত দিলে শিশু প্রথম
চেনে-জানে আগুন দেহের তাপ উত্তাপ।
যুগান্তের দিগন্তে প্রচলিত সামাজিকতায়—
ছাই হয়ে যাওয়া নিভন্ত চুল্লি আছে—
কয়েকশত যোজন হেঁটেও
শ্রীকান্ত পৌঁছে যায় রাধাচূড়ার পড়ন্ত বিকেলে।
‘রিনা ব্রাউন’-এর ঝাপসা শহর থেকে দূরে.........
ভ্রমরের ‘বঁ’ ‘বঁ’ ‘বঁ’ শব্দে গ্রাম জীবনের
রাখাল বালকের উচ্ছলতা? তিরপিতা, ব্রহ্মাণী, ময়ুরাক্ষী
অজয়ের ঢেউয়ের কথাব্রত কোন অজান্তে হারিয়ে যায়...
শহর উপকণ্ঠের ‘চূনীবাবু’-দের জলসায় ঘুরে ঘুরে
বিশ্ব অয়নের ভাষা ছিনিয়ে নিতে চায়
শ্রীকান্তের শরৎ জ্যোৎস্না.........
প্রৌঢ় পথিকের গ্রন্তিত সঞ্চায়নে
অপরাহ্ণ বেলায়, ফুল মেলার
হোলি শেষে, হেঁটে চল, হেঁটে যাও......
হাঁটতে দাও শিশুর হাতের নরম স্পর্শে
উচ্চ-নীচ সব প্রাঞ্জনে।
অনিমেষ আজও অপেক্ষায় থাকে,  
সামাজিক সামিয়ানার নীচে ‘উত্তরাধিকার’
আসবে কোনও একদিন.........
‘সত্যবতী’, ‘সুবর্ণলতা’, মাধবীলতা -‘ন হন্যতে’  
ভাষার প্রাপ্ত স্বাধীনতায়। 
         


No comments:

Post a Comment