Sunday 2 April 2017

চন্দ্রালোকিত টিলা

চন্দ্রালোকিত টিলা: 

আমার বাড়ির কয়েক ছটাক দূরে
ওই দেখা যায় লাল মাটির সরান, মহুল ফুলের
উথাল পাথাল ঘ্রাণ। শিমূল শাখে নতুন পাতার কোলাহল।
কেউ কেউ বলে এখানে কোলাহল থেমে গেছে।
তা কেন? প্রেম এসেছিল সেই কোন বিহান বেলায়।
সূর্য কোলাহলে উত্তাপ ছিল
চন্দ্রালোকের স্নিদ্ধতায়। প্রেমে আছে ঐশ্বরিক স্নিদ্ধতা।
অনেকে বলে প্রেম আসে যৌন আলিঙ্গনে।
কোথায় যে যাই? কার কথা বিশ্বাস করি?
সেদিন দেখলাম বুড়ো আমগাছটায় কতশত
সবুজ আম। গাছের ডাল ঝুঁকে গেছে।
ওই বিদেশের সাদা বকেরা ফিরে গেল,
বলে গেল আ-মরণ আমার! বুড়ো গাছের জৌলুস দ্যাখ।
প্রেম এসেছিল কোন বিহান বেলায়।
আমার বাড়ির কয়েক ছটাক দূরে
ওই দেখা যায় নাগরিক পাহাড়ের টিলা।
আজও সেই টিলার মিঠে-তেতো নীম গাছটায়
নীম ফল হয়?
আজও কি সূর্য কোলাহলে উত্তাপ আছে?
এখানে কোলহল থেমে গেছে,
গঞ্জ শহরটায় বুড়ো কোকিলের ডানায়
পলাশের স্পর্শকাতর পাঁপড়ি।
প্রেমে আছে ঐশ্বরিক স্নিগদ্ধতা।
আবার কোলাহল হবে সূর্যালোকের বর্ণচ্ছটায়,
গ্রাম্য মেঘের রঙিন ঘোমটায় শহর বারান্দায়,
বহুতল বাড়ির চিলেকোঠায়। 

No comments:

Post a Comment