Tuesday 3 November 2015

শুশুক আবার ফিরছে

অমরবাবু আপনাকে ধন্যবাদ। এই জেলায় Zee News এর জেলার দায়িত্বে থাকার স্ম্য আপনার সঙ্গে আলাপ। এবং যৌথভাবে অনেক সংবাদ সংগ্রহ করতে গেছি। কয়েকটি সাহিতয স্মমেলনেও টাটকা বাতাস এবং আন্তরিক উত্তাপ অনুভব করেছি। শুশুক আবার ফিরছে। মাতলা, বিদযাধ্রী, স্রসবতী, হাতানিয়া-দেয়ানিয়া ন্দীর পাড় ধরে চলুন আবার হাটি। তেভাগার যে কোনও একটা ভাগ পেতে 'চন্দন পিঁড়ি' গ্রামেও আবার যেতে চাই। চলুন আবার হাটি জয়নগর-কুলতলী, নীম্পীঠ, মৈ-পীঠ, বাস্নতী, গোসাবা, ঝড়খালির আনাচে-কানাচে। ক্লান্ত প্রদীপের শিখার আলো স্মৃতির পদ্মা-মেঘ্না হয়ে গঙ্গা-সাগ্রে ফিরে যেতে ব্লে। সুন্দর বনের সুন্দ্রী গাছ। বাদা বন। সুন্দরের আরাধ্না না করলে ওইস্ব প্রাকৃত ভুবন ভোলানো আদিমতা কোথায় পাওয়া যায়? আমার জানা নেই। যে স্ব খব্র ক্রার জন্য আমি আজও গ্রব বোধ ক্রি। পাথ্রপ্রতিমা, মগরা, সোনারপুর, রায়দীঘী, ম্থুরাপুর, বজবজ, মহেশতলার anti corruption, soft story, Industrial story এবং সুন্দ্রবনের উন্ন্যনের খব্র। এইসব খব্র ২০০২ সাল থেকে ২০০৫ সালে ক্রেছিলাম। বাঘ গ্ননার খবরও করেছি। 
পরে 'কলকাতা টিভির' প্রতিনিধি হয়ে বণদপ্ত্রের দুরনীতি নিয়ে কয়েক কিস্তির ধারাবাহিক। ২০০৮ সালে এই রাজ্যের কাঁপন ধ্রিয়ে দিয়েছিল। এরপরও সাংবাদিকতার মর্যাদা দাবি করব? মা-বাবা, দিদি, ভাইপো সবাইকে কারা যেন কেড়ে নিল। ম্রযাদা-স্মমান আজ পথে পথে ঘুরছে। ২০১১-২০১৩ আমরা কেউ কাউকে বিশবাস ক্রছিলাম না। তাই কে কাকে ফেরাবে? ব্লুন্তো? দাপটটা '(মেজাজটা) যে আস্ল রাজা আমি রাজা নই।

'আর কতকাল থাকবে বাঁধা ভোটবাজীদের খপ্পরে ?
আর কতকাল ঠুকবে মাথা ওদের পা’য়েই ঠক করে ? ওরা যে খেলিয়ে তোমায় তুলছে জালে ওদের তৈরী গনযন্ত্ররে-------? আর কত রাত অন্ধ বরাত ছিঁড়বে তোমার উদম পীঠ আর কত গান নাটক তোমায় গিলিয়ে যাবে ওদের ঋণ? ওরা যে ঘূণধরা এই সমাজটাকেই নতুন করে রঙ করে |'

আপনার লেখার উত্তরে এইটুকু ব্লি, মসৃণ ত্বকে ওরা কতটা অনুভব করে? ৩৪ বছরের এক ক্লান্ত সং সংসকৃতি নব্য বাংলার ধারাপাত শিখিয়েছে। প্রয়োজনীয় এবং অপ্রয়োজনীয় আর্থিক নিরাপ্ততা এদের 'রুবিক্স কিউব' বা দাবার বযাবহারে দক্ষ করে তোলেনি। আপনি যাদের কথা বলছেন তাঁদের অনেকেই ব্যক্তিগত, পারিবারিক জীবনে কতটা সফল? এরা সবাইকে নিজেদের অনুগত এবং অনুগামী ঠাউরে বসে। পরে গৃহপালিত ভৃত্য ভাবে। আসুন এদের খস্মা করে ক্ষুদ্রতার অপচয় বন্ধ করি। রবি কবির কথায় ''পশ্চিমে আজি খুলিয়াছে দবার, সেথা হতে আনে উপহার,/ দিবে আর নিবে মিলাবে মিলিবে, যাবে না ফিরে--/ এই ভারতের মহামানবের সাগরতীরে।।''

No comments:

Post a Comment