Monday 16 October 2017

লগ্নছুট

লগ্নছুট: 
আল্পনা আঁকার লগ্নজাগা ভোরে তুমি কে?
গোলা রঙে ভাঙা নৌঘাটে প্রবাসে
বনবাসে আছি!
সপ্তম সুরের হাওয়ায় শিশির পড়ছে—
ঢাকের আওয়াজে বারোয়ারি ঘুঙুট,
নব নৃত্যের পল্লবিত ছন্দে
তারকামণ্ডলী থাকে বড় কাছাকাছি।
আল্পনা আঁকা লগ্নজাগা ভোরে তুমি কে?
কেন এসেছিলে?
রঙহীন প্রদ্যোত বেলায় নূপুর বাজে,
অগ্নী-উপবীত ধর্ম সন্ধ্যেয়
সপ্তরঙের গোধূলি সাজে—
কাঁঠাল কাঠের পিঁড়িতে,
পানপাতার সিঁদুর আড়াল ভাঁজে
হেসেছিলে লাজুক লাজে,
কাঁঠালিচাঁপা ফুলের বর্ণালী অনুভবে
তুমি কে? কেন এসেছিলে?
পালকখোলা পালকী চড়ে?
চলে গেছ দূরে, অদূর দেখা আদুর গ্রামে-দর্পণ শহরে
গোলা রঙে ভাঙা চৌকাঠে—
প্রবাসে বনফুলে বসে আছি!
আল্পনা আঁকা লগ্নছুট ভোরে
তুমি কে? কেন এসেছিলে?              

No comments:

Post a Comment