Tuesday 12 July 2016

অচেনা চিরকূট

অচেনা চিরকূট

মৃত্যুর আগে হেঁটে যাওয়া
অন্ধকার দেখেছে যারা—
তাঁদের চেনা যায়।
চিনেছি বারে বারে।
শরতের কাশফুলের মত
সাদা বকেদের সঙ্গে ওরা আজও হাসছে।
মৃত্যুর আগে হেঁটে যাওয়া
আলো দেখেছে যারা—
অচেনা শ্মশানের কূট গন্ধ্যের ‘চিরকূটে’
তাঁরা ‘হিজবিজি’ কি সব লিখে রেখেছে।
পড়তে চেয়েছি,
পাশের বাগানে সেদিন ফুল ছিল না।
ফুলের বাগানে বক তুমি থেক।
মৃত্যুর আগে অন্ধকার দেখেছে যারা,

তাঁদের তুমি চিনে রেখ।  

No comments:

Post a Comment