Tuesday 22 August 2017

গ্রহণ

গ্রহণ: 
একটা সময় ছিল পৃথিবীটা
ভালো করে চিনতাম না!
এ কি এমন কথা?
আটপৌরে মানুষ মানুষের মত বাঁচে।
একটা সময় ছিল ঘর্মাক্ত শরীরটা
যৌন গন্ধের পরশ পশমে—
বর্ধিষ্ণু বাড়ির হুলো বিড়াল হতে চাইত!
পুরনো দর্শনের ভাষান্তর করে নাও—
আনন্দ পেয়েছ, আনন্দ পেয়েছি
বলেই সেদিন বৃন্ত ছেঁড়া
ফুলের পাঁপড়ি, বইয়ের ভাঁজে......
না না ছোট্ট টিলার খাঁজে রেখে এসেছিলাম!
ফুল ফুটেছে, ফুল ফুটেছিল
আবার কি সেদিনের মত
রাত জাগা শিশিরে ভিজে গোলাপ ফুটবে?
একটা সময় গোলাপের জন্ম বৃত্তান্ত জানতাম না।
একি এমন কথা?
ঘরপোড়া মানুষ মানুষের মত
বাঁচতে চায়।
সূর্যের আগুনে আজ তাপ উত্তাপ নেই,
চুলার নিষ্পাপ আগুনে সেদিনও
হাত ভিজিয়ে নিতে পারতাম—
দাঁড়িয়ে থেকনা, রোদ্দুর চিনলে
গ্রহণে কার কি এসে যায়?    

No comments:

Post a Comment