Sunday 4 September 2016

সারব্জনীন মা

সার্বজনীন মা

এই কথা বলে, আলো ফিরে গেল.........
রক্ত, পুঁজ মাখা শুকনো গাছটায়
ময়লা কাপড় বাঁধা!
‘তোমার জরা হয়েছে, কুষ্ঠ হয়েছে......
তিন পুরুষের পাপ!’ এই কথা বলে
আলো ফিরে গেল।
কালো পাখি বলে গেল এই কথা!
দিন বলে গেল রাত আসছে......
রাত এসে সপাটে আছড়ে দিতে চায়।
বিশ্ব চরাচরা ভ্রুকুটি করে। অভিশাপ!
এই কথা বলে আলো ফিরে যায়!
কালো পাখি বলে এই কথা, লম্বা কালো ঠোটে...।
শুকনো গাছটার শিরায় শিরায়
রসহীন নিদারুন খয়ের আর্তনাদ।
হঠাত দেখালাম গাছটার মাথার উপরে
দূর দূরান্তে, নীল আকাশের প্রান্তে
একটা ক্যানভাস।
নীল পাড় শাড়ির ‘মা’, সার্বজনীন মা
আঁচল পেতে দাঁড়িয়ে বলছেন, শাপ-অভিশাপ, পাপ
শব্দের খেলা!
বলছেন, ভয় নয় আর, আয় আমার কাছে।
আমি আছি এই বেলা।
শান বাঁধানো ফুটপাথে সদ্য জন্ম নেওয়া
শিশু গাছটাও কঁকিয়ে কাঁদছে।
নেমে এলেন মা......
ক্রন্দন থেমে গেল।
বাতাসে বাতাসে বহমান বার্তা এল,
আর্তের সেবায় তিনি ছিলেন, তিনি আছেন,
তিনি থাকবেন।

তিনি বিশ্ব জননী, তিনি সার্বজনীন মা।       

No comments:

Post a Comment