মেঠো খাতা
দীপেন্দু চৌধুরী
স্মৃতি ছিলো স্মৃতি আছে
স্মৃতির ভাঁজে ভাঁজে,
মাঘ রজনীর কুয়াশা মাখা
স্মৃতি ছিলে ঘাসের
খাঁজে খাঁজে।
মেঠো ইঁদুর ছুটছে আজও, আল ভাঙা
জমির মুড়ো ধান ক্ষেতে,
তেমনি করে খুঁজতে থাকি.........
গন্ধ লেবুর লতায় পাতায়,
খুঁজছি আমি অনুভবের ডালপালা,
খুঁজছি আমি অনুভবের ডালপালা,
স্মৃতি আমার হারিয়ে গেছে
হারিয়ে গেল তোমার আমার ছেলেবেলা।
হারিয়ে গেল তোমার আমার ছেলেবেলা।
No comments:
Post a Comment