Thursday 22 October 2015

আকাশটা কী বড়

আকাশটা কী বড়, জানেন আপ্নারা!
পাখিরাও বলছে..................
বলছে, এসো আমাদের শ্যামলা গাঁয়ে,
ভেঙে ফেল ধূস্র স্মৃতি। রুক্ষ পাথুরে রাস্তায়............
মহুল ফুল্র ঘ্রাণ নিয়ে যাও।
পাখিদের পাঠশালায় এই কথা শিখে
এখন ওদের আমন্ত্রণে ভেসে যাচ্ছি
নন্দনে। সোমনাথ হোর চেনা হ্যনি যে।
দীপেনদু চৌধুরী, শুভ বিজয়া, ১৪২২, কলকাতা  

No comments:

Post a Comment